ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফ্যাশনেবল সোয়েটার

প্রকাশিত: ০৬:৪৯, ২০ জানুয়ারি ২০১৭

ফ্যাশনেবল সোয়েটার

এমনিতেই ফ্যাশনপ্রেমীদের কাছে শীতকাল একটি আকর্ষণীয় ঋতু। প্রয়োজন আর শখ মিলে উপভোগ্য হয়ে ওঠে শীতের পোশাকের সমাহার। এ ক্ষেত্রে মেয়েরা এগিয়ে কিন্তু ছেলেরা যে পিছিয়ে তেমনটা নয় ফ্যাশনের ক্ষেত্রে বরাবরের মতো উলের পোশাকের চাহিদা রয়েছে ব্যাপক। সঙ্গে রয়েছে ডিজাইনের বৈচিত্র্য। সময়ের পরিবর্তনে এখন ছেলেদের একেবারে বেসিক উল নিটেড পোশাকের চেয়ে মিক্স স্টাইল পোশাকই বেশি চলছে। এসব সোয়েটারে জ্যাকেটের মতো জিপার বা হুড আছে। একরঙা বা স্ট্রাইপের গোলগলা উলের সোয়েটারেরও চাহিদা রয়েছে বেশ। এবার শিতে তরুণ-তরুণীদের পছন্দের শীর্ষে আছে সোয়েটার হালকা কিংবা বেশি সব সময়ের জন্য সবাই বেছে নিচ্ছে সোয়েটার। ছেলেদের সোয়েটার এর চাহিদার পরিবর্তন এসেছে। সোয়েটারের কলারগুলো বেশ বড় হচ্ছে। বাহারি রংও দেখা যাচ্ছে। হাফ হাতার সঙ্গে হুডি কিংবা ক্যাঙ্গারু পকেট চলছে যা কিছুদিন আগেও ছিল অন্য ডিজাইন এর। এবার শিতে ছেলেদের পছন্দের শির্ষে আছে সোয়েটার হালকা কিংবা বেশি সব সময়ের জন্য সবাই বেছে নিচ্ছে সোয়েটার ভিন্নতায় সোয়েটার তরুণ-তরুণীদের সোয়েটারের মধ্যে সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় হচ্ছে ভি-নেক। এটি ক্যাজুয়াল ও ফরমাল পোশাকের সঙ্গে ভাল দেখায়। এছাড়া পাবেন গোল গলা, সামনে খোলা, চেইন, হাই নেক, খাটো হাতা, ম্যাগি হাতা ইত্যাদি। বসুন্ধরা শপিং কমপ্লেকসের এক দোকানি বলেন, বন্ধুদের সঙ্গে আড্ডায়, পার্টিতে বা বেড়াতে গেলে সবচেয়ে আরামদায়ক হতে পারে ক্রু নেক বা গোল গলার সোয়েটারগুলো। যে কোন ট্রাউজার বা জিনসের সঙ্গে মানিয়ে যায় এটি। এছাড়া ব্লেজার কিংবা জ্যাকেটের নিচে পরা যায়, যা বেশ ট্রেন্ডি ও স্টাইলিশ। শীতের প্রকোপ বেশি হলে টারটেল নেক বা হাই নেক সোয়েটার রয়েছে, যা শরীর উষ্ণ রাখে। সোয়েটার সাধারণত ফুল সিøভ ও এক রঙের হলে ভাল লাগে। গলার ডিজাইনের সোয়েটার গলার ডিজাইনের ওপর নির্ভর করে বিভিন্ন ধরনের সোয়েটার পাওয়া যায়। ছেলেদের জন্য আছে ভি নেক, টারটল নেক, ক্রু নেক, গোল গলা প্রভৃতি। রঙের ক্ষেত্রে কালো, লাল, সাদা, নীল, ছাই, সাদা-কালোর শেড, দুই রঙের মিশ্রণ, চেকসহ গাঢ় রং চলছে। উলের বদলে সুতি বা ভিসকস কাপড়ও ব্যবহার হচ্ছে। বেশি শীত সোয়েটার বেশি শীত পড়লে মিডল গার্মেন্টস (মাঝের পোশাক) হিসেবে সোয়েটার ব্যবহৃত হয়। এর ওপর থাকতে পারে কোট, জ্যাকেট বা ব্লেজার। অল্প শীতে শার্ট, টি-শার্টের ওপর সোয়েটার পরা হয়। পাতলা, গাঢ় রঙের, বাহারি সোয়েটার জনপ্রিয় বেশি। তাছাড়া নানারকম প্রিন্ট ও নতুন মোটিফ সংযোজনে সোয়েটারের চেহারা বেশ পাল্টে গেছে। কম শীত হলে (খাটো হাতা) হাফ স্লিভ সোয়েটার সব বয়সীদের কাছে পছন্দনীয়। কোথায় পাবেন ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, তরুণদের সোয়েটার প্রতিটি ৬০০ থেকে এক হাজার ৩০০ টাকা এবং গার্মেন্টসে তৈরি রফতানিযোগ্য সোয়েটার এক হাজার ৫০০ থেকে ১০ হাজার টাকায় প্রতিটি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। ঢাকার নিউমার্কেট, বদরুদ্দোজা সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, নূরজাহান সুপার মার্কেট, প্লাজা এ আর, ইস্টার্ন প্লাজা, পলওয়েল মার্কেট, বঙ্গবাজার, মতিঝিল, মিরপুর দশ নম্বর এলাকা, প্রিন্স প্লাজা, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সসহ নানা স্থানে পাবেন সোয়েটার। কম দামে ভাল শীতের পোশাক পেতে চাইলে যেতে পারেন ঢাকার নিউমার্কেট বা বঙ্গবাজারে। ভ্রাম্যমাণ রিক্সা-ভ্যানে বা ফুটপাতেও সোয়েটারসহ গরম কাপড় পাওয়া যাচ্ছে। মডেল : আফসানা পিংকি ও আবির ছবি : আরিফ আহমেদ
×