ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছ বি র গ ল্প

প্রকাশিত: ০৬:৪৮, ২০ জানুয়ারি ২০১৭

ছ বি র  গ ল্প

স্পিকারে রক্তচাপ পরিমাপ শরীরে কম্পন তৈরি করবে ‘বাসলেট’। ঘড়ির আদলে তৈরি এর বড় স্পিকারে গান শোনার সময় শব্দ তরঙ্গের মতোই মাধ্যমে ব্যক্তির রক্তচাপ পরিমাপ করতে পারে ডিভাইসটি। স্মার্টফোনের সঙ্গে যুক্ত আকারে ছোট সাব উফার ডিভাইসটি গানের তালে ব্যবহারকারীর হাতে ভাইব্রেট আকারে কম্পন তৈরি করতে পারে। আগামী মাসে বাজারে আসতে যাওয়া ডিভাইসটির দাম ১৯৯ ডলার। সূত্র : সায়েন্স ডেইলি যুক্তরাষ্টে চালকবিহীন গাড়ি স্বনিয়ন্ত্রিত গাড়িটি একসঙ্গে ১২ জন যাত্রী বহন করতে পারে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শাটল বাস হিসেবে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করেছে চালকবিহীন গাড়ি। নির্দিষ্ট স্থানে থেমে যাত্রী ওঠানামাও করতে পারে। ‘নাভায়া’ নামের গাড়িটির গতি সর্বোচ্চ ৪৫ কিলোমিটার। গাড়িটি টানা ১০ দিন লাস ভেগাসের নির্দিষ্ট রাস্তায় বিনা মূল্যে যাত্রী পরিবহন করবে। সূত্র : ডেইলি মেইল
×