ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাওয়াদার বন্দরের নিরাপত্তায় চীনা জাহাজ পাকিস্তানে

প্রকাশিত: ০৬:২২, ২০ জানুয়ারি ২০১৭

গাওয়াদার বন্দরের নিরাপত্তায় চীনা জাহাজ পাকিস্তানে

পাকিস্তানের গাওয়াদার বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে দুটি চীনা জাহাজ সেখানে পৌঁছেছে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) সমুদ্রপথ প্রহরা দিতে যৌথ নিরাপত্তার আওতায় শনিবার পাকিস্তান নৌবাহিনীর কাছে এই জাহাজ দুটি হস্তান্তর করা হয়। সম্প্রতি চীনে নির্মিত জাহাজ দুটিতে অত্যাধুনিক সমরাস্ত্র রয়েছে। যা পাকিস্তান নৌবাহিনীর অংশ হবে। জাহাজ দুটি আসা চীনা কর্মকর্তারা গাওয়াদার বন্দরে এক অনুষ্ঠানে এগুলো পাকিস্তানী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পাকিস্তান নৌবহরের অধিনায়ক ভাইস এ্যাডমিরাল আরিফুল্লাহ হোসেনি জাহাজ দুটি গ্রহণ করেন। খবর ডন অনলাইনের। সবচেয়ে বয়স্ক পা-া বুধবার ৩৭-এ পা দিয়েছে বিপন্ন প্রজাতির পাণ্ডা বাসি। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বয়স্কাও বাসি। তার বাস চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ফুঝৌতে। প্রাণী বিশেষজ্ঞরা বলেছে, পা-ার ৩৭ বছর মানে, মানুষের ১০০ বছরের সমান। ১৯৮০ সালে জন্ম বাসিরের। তবে তাকে ১৯৮৪ সালে সিচুয়ান প্রদেশের একটি জমাট বাঁধা নদী থেকে চার বছর বয়সে উদ্ধার করা হয়। -ডেইলি মেইল বিতর্ক শিক্ষামন্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে হবু শিক্ষামন্ত্রী বেটসি ডেভোসের নিয়োগ নিয়ে বিতর্ক শেষ হচ্ছে না। তিনি এতদিন শিক্ষার্থী ঋণ নিয়ে ফেডারেল নীতির বিরোধিতা করেছেন। মঙ্গলবার রাতে কংগ্রেসে কনফার্মেশন কমিটির শুনানিতে দেখা গেল তিনি দেশটিতে দীর্ঘদিন ধরে চলে আসা শিক্ষানীতি সম্পর্কেই পরিষ্কার কোন ধারণা রাখেন না। বিলিওনিয়ার বিনিয়োগকারী, সমাজসেবী ও মিশিগানের রিপাবলিকান কর্মী ডেভোসকে ডোনাল্ড তার শিক্ষামন্ত্রী হিসেবে বাছাই করেছেন। -নিউইয়র্ক টাইমস
×