ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সর্বশেষ সংবাদ সম্মেলনে ট্রাম্পের প্রতি ওবামার পরামর্শ

প্রকাশিত: ০৬:২২, ২০ জানুয়ারি ২০১৭

সর্বশেষ সংবাদ সম্মেলনে ট্রাম্পের প্রতি ওবামার পরামর্শ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বুধবার হোয়াইট হাউসে বারাক ওবামার শেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে তিনি মার্কিন-রাশিয়া সম্পর্ক, ফিলিস্তিন শান্তি প্রক্রিয়াসহ নানা প্রশ্নের জবাব দিয়েছেন। ছিল নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য উপদেশ বাণীও। আবার বেশকিছু সমালোচনারও জবাব দিতে হয়েছে তাকে। খবর এএফপি ও বিবিসির। ইসরাইলে মার্কিন দূতাবাস স্থানান্তর করে জেরুজালেমে নিয়ে যাওয়ার ফল ‘বিস্ফোরক’ হতে পারে বলে মন্তব্য করেছেন বিদায়ী প্রেসিডেন্ট ওবামা। পাশাপাশি ইসরাইল-ফিলিস্তিন সংঘাত অবসানে দুই রাষ্ট্র সমাধান ক্ষীণ হয়ে আসছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ট্রাম্প ইসরাইলে মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এতে মধ্যপ্রাচ্য বিষয়ে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে যে নীতি মেনে এসেছে তা লঙ্ঘিত হবে। ইসরাইল ও ফিলিস্তিন, উভয়েই জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে দাবি করে। ইসরাইল-ফিলিস্তিন সংঘাত ইস্যুতে তড়িঘড়ি কোন পদক্ষেপ না নিতে ট্রাম্পের প্রতি হুঁশিয়ার জানিয়ে ওবামা বলেন, যার সঙ্গে মূল ইস্যুগুলো জড়িত এবং যা দুই পক্ষের জন্যই স্পর্শকাতর, এমন বিষয়ে যখন হঠাৎ একতরফাভাবে কোন পরিবর্তন করা হয়, তখন তা বিস্ফোরক হয়ে উঠতে পারে। বড় ধরনের নীতিগত পরিবর্তনের পরিণতি আছে, এ কথা দায়িত্বগ্রহণ করতে যাওয়া ট্রাম্প প্রশাসনকে তার প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি। ইসরাইল-ফিলিস্তিন দুই রাষ্ট্র তত্ত্বের ভিত্তিতে শান্তি প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেছেন, এই দুটি পক্ষই শান্তি প্রতিষ্ঠার মূল্যবান সুযোগ হারাচ্ছে। আর কয়েক ঘণ্টার ব্যবধানে নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন ওবামা। উপদেশ হিসেবে তিনি ট্রাম্পকে উদ্দেশ করে বলেছেন, আপনি যদি শুধু তাদের কথাই শোনেন যারা আপনার সব কথায় সায় দেয়, আপনি যদি এমন একটি পদ্ধতি তৈরি করেন যেখানে প্রশ্ন করার কোন সুযোগ নেই, তাহলে বুঝতে হবে আপনি ভুল করতে শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের পুরনো শত্রু রাশিয়া সম্পর্কে ওবামা বলেছেন, দেশটির সঙ্গে সম্পর্ক খানিকটা সেই ঠাণ্ডা যুদ্ধের মতো রূপ নিয়েছে। ভøাদিমির পুতিন আবারও রাশিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর ঠাণ্ডা যুদ্ধের সময়কার সেই প্রতিপক্ষ মনোভাবের একটা পুরনো আঁচ যেন পাওয়া যাচ্ছে। এতে করে দুইপক্ষের সম্পর্কে স্থিতিশীলতা আনা কঠিন হয়ে পড়েছে। তবে আমার মনে হয়, আমেরিকা ও বিশ্বের আগ্রহ রয়েছে যে, আমাদের রাশিয়ার সঙ্গে গঠনমূলক সম্পর্ক রয়েছে। এদিকে গোপন সরকারী নথিপত্র ফাঁস করে দেয়ার অভিযোগে সাজাপ্রাপ্ত সেনা চেলসি ম্যানিংয়ের বাকি সাজা মওকুফ করে দেয়ার ওবামার কড়া সমালোচনা করেছে রিপাবলিকানরা। এ বিষয়ে ওবামা বলেন, চেলসি ম্যানিংকে বিচারের আওতায় আনা হয়েছে এবং সে তার অপরাধের দায়িত্বও নিয়েছে। ৩৫ বছরের সাজা তার অপরাধের তুলনায় অনেক বেশি মন্তব্য করে তিনি বলেন, সাজা মওকুফ করে দেয়ার ফলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। পাকিস্তানে নিখোঁজ পাঁচ মানবাধিকার কর্মী নিয়ে অপপ্রচার পাকিস্তানে বিরূপ প্রভাব সৃষ্টিকারী এক সামাজিক মাধ্যম দেশের ৫ নিখোঁজ মানবাধিকার কর্মীকে ধর্ম অবমাননাকারী হিসেবে চিহ্নিত করার এক প্রচারাভিযানে নেমেছে। ডানপন্থীরা দেশের কঠোর আইনকে ব্যবহার করে কীভাবে মুক্তকণ্ঠ রোধ করার চেষ্টা চালিয়ে অনলাইনে একটা নতুন শক্তিশালী প্লাটফর্ম গড়ে তুলছে তাই স্পষ্ট হয়ে উঠছে এ প্রচারাভিযানে। খবর এএফপির।
×