ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মালিতে আত্মঘাতী হামলায় নিহত ৬০, শান্তি আলোচনা ব্যাহত

প্রকাশিত: ০৬:২১, ২০ জানুয়ারি ২০১৭

মালিতে আত্মঘাতী হামলায় নিহত ৬০, শান্তি আলোচনা ব্যাহত

মালিতে কয়েকটি মিলিশিয়া গ্রুপকে লক্ষ্য করে একটি আত্মঘাতী বোমা হামলায় ৬০ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। বুধবারের এই হামলা দেশটির গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে চলা শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করল। মিলিশিয়া গ্রুপগুলো দেশটির উত্তরাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিল। অঞ্চলটির বৃহত্তম নগরী গাওয়ে অবস্থিত একটি ক্যাম্প লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ক্যাম্পটিতে সাবেক বিদ্রোহী ও সরকার সমর্থক মিলিশিয়ারা বাস করে। এরা সরকারের সঙ্গে ২০১৫ সালে একটি শাক্তি চুক্তিতে স্বাক্ষর করেছিল। মালির প্রেসিডেন্ট ইব্রাহীম বৌবাকার কিতা এই হামলার পর তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী হামলার ঘটনা। আলজেরীয় জিহাদি ও আল-কায়েদার মিত্র মোখতার বেলমোখতার এক বিবৃতিতে এই আত্মঘাতী বোমা হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছেন। প্রতিরক্ষামন্ত্রী আব্দুলাইয়া ইদ্রিসা মাইগা এই হামলার পরপরই গাওয়ের উদ্দেশে রওনা দেন। খবর এএফপির। ষাঁড়ের লড়াই নিয়ে উত্তাল চেন্নাই, মোদির দ্বারস্থ মুখ্যমন্ত্রী তামিল সংস্কৃতির প্রাচীন উৎøকাট্টুর (এতিহ্যবাহী ষাঁড় লড়াই) নিষেধাজ্ঞার বিরুদ্ধে উত্তাল পুরো তামিলনাড়ু রাজ্য। বৃহস্পতিবার তৃতীয় দিনেও চেন্নাইয়ে রাস্তায় নেমে বিক্ষোভে শামিল হয়েছে কয়েক লাখ ছাত্রছাত্রী। তাদের দাবি, জাল্লিকাট্টু বন্ধ করা যাবে না। সরকার অর্ডিন্যান্স জারি করুক। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভম। খবর এই সময়ের। মুখ্যমন্ত্রী আবেদন করেন, জাল্লিকাট্টুর ওপর নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে দেয়া হোক। কেন্দ্র এ বিষয়ে অর্ডিন্যান্স খসড়া তৈরি করুক। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী পন্নিরসেলভম জানান, যে কোন রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে কেন্দ্র সব সময়ই মর্যাদা দেবে। এ বিষয়ে রাজ্য যা পদক্ষেপ নেবে তা সমর্থন করবে কেন্দ্র। কয়েক লাখ বিক্ষোভকারীর উদ্দেশে পন্নিরসেলভম বলেন, ধৈর্য ধরুন। এ বিষয়ে একটি ইতিবাচক সমাধান বেরোবে বলে আমি আশাবাদী। এ ইস্যুতে কেন্দ্র ও রাজ্যের পারস্পরিক সহযোগিতা আপনারা দেখবেন। তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর আশ্বাসে বিক্ষোভ একটুও থামেনি বরং বাড়ছে। বিক্ষোভে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন একাধিক তামিল অভিনেতা-অভিনেত্রীও। ইতালিতে কয়েক দফা শক্তিশালী ভূমিকম্প ইতালি বুধবার চার ঘণ্টার ব্যবধানে চার দফা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। এতে এ পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। তবে গত বছরের প্রাণঘাতী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পাহাড়ী গ্রামীণ অঞ্চলের কিছু ঘরবাড়ি ধসে পড়েছে। খবর এএফপির। যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা বলেছে, প্রায় এক ঘণ্টার মধ্যে ৫ দশমিক ৩, ৫ দশমিক ৭ এবং ৫ দশমিক ৩ মাত্রার তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
×