ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উষ্ণতম বছর ২০১৬

প্রকাশিত: ০৬:২১, ২০ জানুয়ারি ২০১৭

উষ্ণতম বছর ২০১৬

২০১৬ সালের আবহাওয়া বিষয়ক সংরক্ষিত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছরই ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর। ১৮৮০ সাল থেকে প্রতিবছর পৃথিবীর গড় তাপমাত্রার রেকর্ড রাখা শুরু হয়েছিল। আর তখন থেকে এখনও অবধি সবচেয়ে উষ্ণতম বছর ২০১৬ সালই। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও যুক্তরাজ্যের আবহাওয়া দফতরের বুধবার প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর বিবিসি ও ওয়েবসাইটের। ২০১৫ সাল ছিল বিংশ শতাব্দীর উষ্ণতম বছর। সে বছর পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল ছিল ১.ডিগ্রী সেলসিয়াস। সেখানে ২০১৬ সালে গড় তাপমাত্রা বেড়েছে ০.ডিগ্রী ফারেনহাইট। শুধু যে তাপমাত্রা বাড়ছে তাই নয়, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশিনিক এ্যান্ড এ্যাটমোস্ফেরিক এ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) পৃথক একটি সমীক্ষায় দেখা যায়, গত কয়েক বছরের তুলনায় বরফ গলার পরিমাণও বেড়েছে। মূলত খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বেড়ে যাওয়ার ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড, মিথেন ও অন্যান্য দূষিত পদার্থের পরিমাণ বাড়ছে। আর সে কারণেই গ্রীন হাউস গ্যাসও বায়ুস্তরে বেড়ে চলেছে। ফলে বিশ্বের তাপমাত্রা বাড়ছে। এছাড়া প্রশান্ত মহাসাগর এলাকায় এল নিনোর প্রভাবেও বেড়েছে তাপমাত্রা। উষ্ণায়নের হুমকি নিয়ে বই লিখেছেন চার্লস প্রিন্স চার্লস বৈশ্বিক উষ্ণায়নের হুমকি নিয়ে অসাধারাণ একটি পদক্ষেপ নিয়েছেন। তিনি এ বিষয়ে সতর্ক করে যুক্তরাজ্যের অন্যতম প্রকাশনী লেডিবার্ডের জন্য একটি বই লিখেছেন। ব্রিটিশ সিংহাসনের স্পষ্টভাষী এই উত্তরাধিকারী জলবায়ু পরিবর্তন নিয়ে তার দৃষ্টিভঙ্গি গোপন করেননি। প্রখ্যাত দুই জলবায়ু বিষয়ক কর্মী ও তিনি এই ৫২ পৃষ্ঠার বইয়ের সহলেখক।
×