ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় চক্ষু শিবির

প্রকাশিত: ০৬:২০, ২০ জানুয়ারি ২০১৭

সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় চক্ষু শিবির

সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ চলাকালীন ৯ পদাতিক ডিভিশনের অধীন ১১ ফিল্ড এ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় স্থানীয় গরিব ও দুস্থ জনগণের বিনামূল্যে চোখের ছানি অপারেশনসহ চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে চক্ষু শিবির গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচালিত হচ্ছে। ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে চক্ষু শিবির উদ্বোধন করেন। ২৮০ জন রোগীর চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং ৫৬ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয়। ফরমেশনের অধীনস্ত ১১ ফিল্ড এ্যাম্বুলেন্সের তত্ত্বাবধানে ২৩৮৬ জন রোগীকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসা প্রদান করা হয় এবং স্থানীয় ৪টি স্কুলের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সচেতন হতে উদ্বুদ্ধ করা হয়। ১৬ হতে ১৮ জানুয়ারি পর্যন্ত সাভার সম্মিলিতি সামরিক হাসপাতাল এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামরিক ও বেসামরিক চিকিৎসকগণ কর্তৃক এ চক্ষু শিবির পরিচালিত হয়। শীতকালীন প্রশিক্ষণ চলাকালীন বিগত বছরগুলোতেও ৯ পদাতিক ডিভিশন প্রাথমিক চিকিৎসাসেবা ও চক্ষু শিবিরের আয়োজন করেছে। -আইএসপিআর ইউল্যাব ও চীনের ইউনান ওপেন ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং চীনের ইউনান ওপেন ইউনিভার্সিটির মধ্যে সম্প্রতি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। ইউনান ওপেন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ সমঝোতা চুক্তি সই হয়। এ চুক্তির ফলে দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক এবং ছাত্র বিনিময়, যৌথ গবেষণা ও প্রকাশনা, যৌথভাবে শিল্পকলা প্রদর্শনী, সেমিনার ও একাডেমিক সভা, ইউল্যাব এ চীনা ভাষা সেন্টার স্থাপন, স্বল্পমেয়াদী একাডেমিক প্রোগ্রাম, ভাষা ও সংস্কৃতি আদান-প্রদানসহ ইউল্যাবের শিক্ষার্থীদের চীনে ইন্টার্নশিপ করার সুযোগ থাকবে। অনুষ্ঠানে ইউল্যাব ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান এবং ইউনান ওপেন ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর লু জি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে সই করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউল্যাব ক্যারিয়ার সার্ভিসেস অফিসের পরিচালক আবু রাসেল ও ইউনান ওপেন ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স বিভাগের ভাইস ডিন প্রফেসর লি রে। -বিজ্ঞপ্তি
×