ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অপরাধীদের রক্ষা নয়, আইনজীবীদের কাজ আইনের শাসন প্রতিষ্ঠা করা ॥ সিনহা

প্রকাশিত: ০৬:০১, ২০ জানুয়ারি ২০১৭

অপরাধীদের রক্ষা নয়,  আইনজীবীদের কাজ আইনের শাসন প্রতিষ্ঠা করা ॥ সিনহা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আইনজীবীদের কাজ অপরাধীদের রক্ষা করা নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করা। মহান আদর্শের প্রতি বিশ্বাস রেখে আপনারা আইন পেশায় নিয়োজিত। আপনারাই এই মহান আদর্শের ধারক। আপনাদের যদি চুল পরিমাণ বিচ্যুতি হয় তাহলে কে হাল ধরবে। সারাবিশ্বে আজ যে আইনের শাসনের কথা বলা হচ্ছে এর অগ্রণী ভূমিকায় আইনজীবীরা। বৃহস্পতিবার চট্টগ্রামে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারতি সুরেন্দ্র কুমার সিনহা একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক। নতুন এ আদালত ভবন উদ্বোধনকালে প্রধান বিচারপতির মধ্যে উচ্ছ্বাসের পাশাপাশি ছিল চট্টগ্রামে এক আইনজীবী আসামির জামিন না হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উদ্ভুত অনাকাক্সিক্ষত পরিস্থিতির জন্য ক্ষোভও। তিনি বলেন, আজকে আমার খুশি হওয়ার কথা। কিন্তু আমি ভারাক্রান্ত ও মর্মাহত। আমার চোখকে বিশ্বাস করাতে পারিনি। চট্টগ্রাম আদালত ভবনে বিচারকের এজলাসে যা ঘটল তাতে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এ ঘটনা ন্যক্কারজনক। আইন পেশার আদর্শ ও মর্যাদা প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, এ পৃথিবীতে আজ পর্যন্ত যারা আইনের শাসন প্রতিষ্ঠা, জাতিসংঘ সনদ, মানবাধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশের স্বাধীনতায় অগ্রণী ভূমিকা পালন করেছেন তারা প্রত্যেকেই আইনজীবী। এমনকি বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুরও আইনের ডিগ্রী ছিল। পৃথিবীতে রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী যাঁরা আছেন তাঁদের অধিকাংশেরই ব্যাকগ্রাউন্ড ল’ ডিগ্রী। তিনি চট্টগ্রাম আদালতে সহকর্মী এক আসামির জামিন না হওয়ায় আইনজীবীরা যে প্রতিক্রিয়া দেখিয়েছেন এমন ঘটনা ভবিষ্যতে না ঘটে সে বিষয়ে সচেতন থাকার জন্য আইনজীবীদের প্রতি অনুরোধ জানান। চট্টগ্রামে নতুন এ আদালত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক। আরও বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক, সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ রুহুল আমিন এবং চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী।
×