ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন খালেদা জিয়ার

বিরোধী দলের ওপর দমন পীড়ন চালাচ্ছে সরকার ॥ ফখরুল

প্রকাশিত: ০৫:৫৮, ২০ জানুয়ারি ২০১৭

বিরোধী দলের ওপর দমন পীড়ন চালাচ্ছে সরকার ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলে অংশ নেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিপুলসংখ্যক নেতাকর্মীকে নিয়ে তিনি সেখানে যান। জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করছি। তবে এ বিষয়ে রাষ্ট্রপতির উদ্যোগ গণতান্ত্রিক না হলে জনগণ তা মানবে না। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি গণতান্ত্রিক রাজনীতি করতে চায়। কিন্তু দেশে এখন গণতান্ত্রিক রাজনীতি করতে পারছে না বিরোধী দল। আমরা বরাবরই ইতিবাচক রাজনীতি করি এবং এই ইতিবাচক রাজনীতির মধ্যে দিয়েই নির্বাচন কমিশন গঠন করার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া একটি সুন্দর প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকেছেন এবং কথা বলেছেন। এখন আমরা আশা করব রাষ্ট্রপতি সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ সার্চ কমিটি মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন। যা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য যোগ্য হবে। এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, গণতন্ত্র কখনও ফলপ্রসূ ও কার্যকর হবে না, যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনা না থাকে। কারণ একটি সহনশীল সমঝোতার মধ্য দিয়েই গণতন্ত্র বিকশিত হয়। সেটা রাষ্ট্রপতিও বলেছেন। সেজন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা আশা করব রাষ্ট্রপতি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। যদি নিরপেক্ষ সার্চ কমিটি এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন না হয় তাহলে এদেশের মানুষ কখনও তা গ্রহণ করবে না। মির্জা ফখরুল বলেন, আজকের এই দিনে শপথ নিতে এসেছি জিয়াউর রহমানের যে আদর্শ, যে রাজনৈতিক দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ও দেশকে গণতন্ত্রহীনতা থেকে রক্ষা করে পদে পদে যে মানবতা লঙ্ঘিত হচ্ছে তা থেকে দেশকে রক্ষা করে গণতন্ত্র ফিরিয়ে আনতে সংগ্রাম অব্যাহত রাখবে বিএনপি। খালেদা জিয়ার নেতৃত্বে এ সংগ্রামে সকল দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। ফখরুল বলেন, জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তাঁর ৮১তম জন্মবাষির্কীতে আবার দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার শপথ নিতে হবে। তিনি বলেন, জিয়াউর রহমান মহান নেতা যিনি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা দিয়েছিলেন। পরবর্তীকালে তিনি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে নেতৃত্ব দিয়ে অন্ধকার থেকে দেশকে আলোতে নিয়ে এসেছিলেন। সেই মহান নেতার জন্ম দিনে তারই প্রতিষ্ঠিত দল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে দলের সর্বস্তরের নেতাকর্মী জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছেন। পূর্বঘোষিত সময়ের চেয়ে এক ঘণ্টা পরে বেলা সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে যান। এ সময় দলের নেতাকর্মীরা বিভিন্ন সেøাগান দিয়ে সেখানে তাঁকে স্বাগত জানান। তিনি সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়াকালাম পাঠ শেষে মোনাজাতে অংশ নেন। এ সময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, এ্যাডভোকেট আহমেদ আজম খান, এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভূঁইয়া, আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিলকিস জাহান শিরিন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দলের কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, কায়সার কামাল, নাজিমউদ্দিন আলম, কাজী আবুল বাশার, কামরুজ্জামান রতন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুবদল সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ওলামা দলের সভাপতি এম এ মালেক প্রমুখ। জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সকাল ৯টা হতে বিকেল ৩টা পর্যন্ত নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণের আয়োজন করে। দুপুরে আনুষ্ঠানিকভাবে তা উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
×