ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লস এ্যাঞ্জেলেসে বাংলাদেশীকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৫:৫৩, ২০ জানুয়ারি ২০১৭

লস এ্যাঞ্জেলেসে বাংলাদেশীকে গুলি করে হত্যা

বিডিনিউজ ॥ যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলেস সিটির একটি গ্যাস স্টেশনে এক বাংলাদেশী কর্মীকে গুলি করে হত্যা করে ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে তিনটায় ‘লিটল বাংলাদেশ’ সংলগ্ন ভারমন্ট স্ট্রিট ও লসফেলিজ বুলেভার্ডে ‘শেভরন গ্যাস স্টেশনে’ এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমানের (৩২) বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌধুরীপাড়ায়। রাতে ওই গ্যাস স্টেশনে কাজ করে এমবিএ পড়ছিলেন তিনি। হত্যাকাণ্ডের পর এক দিন পেরিয়ে গেলেও ঘাতককে শনাক্ত করতে পারেনি লস এ্যাঞ্জেলেস পুলিশ। স্থানীয় গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মেগান এগুইলার সাংবাদিকদের জানান, সেদিন রাতে মিজানুরের দায়িত্ব ছিল ক্যাশ কাউন্টারে। এক ব্যক্তি এসে পিস্তল দেখিয়ে তাকে ক্যাশ বাক্স খালি করে দিতে বলে। মিজান তা করার পর সেই ব্যক্তি ক্যাশ বাক্সের আশপাশে খুঁজে সব অর্থ নেয়। এরপর মিজানের দিকে কয়েক রাউন্ড গুলি ছুড়ে গাড়ি নিয়ে চলে যায়। গুলিবিদ্ধ মিজান ওই অবস্থায় ৯১১-এ ফোন করেন এবং টহল পুলিশ ও এ্যাম্বুলেন্স এসে অল্প সময়ের মধ্যে তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু জরুরী বিভাগে নেয়ার কিছুক্ষণের মধ্যে মিজানের মৃত্যু হয়। লস এ্যাঞ্জেলেস পুলিশ বলছে, খুনীকে শনাক্ত করতে সব রকমের চেষ্টা চালাচ্ছে তারা। আশপাশের ৩২টি সিসিটিভির ভিডিও পরীক্ষা করা হচ্ছে। ওই গ্যাস স্টেশনের আরেক বাংলাদেশী কর্মী জানান, মিজান ছিলেন মা-বাবার একমাত্র ছেলে। তার বাবা মোঃ রফিক মিয়া অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। আর মা সুলতানা বেগম একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়ান। লস এ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনস্যুলেটের কনসাল সাদিপ্ত আলম বলেন, ‘আমরা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। খুনী যাতে দ্রুত গ্রেফতার হয়, সে আহ্বান জানানো হয়েছে।’ তিনি জানান, ময়নাতদন্ত ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে মিজানের মরদেহ হস্তান্তর করবে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। তারপর বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কফিন বাংলাদেশে মিজানুরের গ্রামের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। লস এ্যাঞ্জেলেস সিটির বাংলাদেশী কমিউনিটি লিডার মোমিনুল হক বাচ্চু জানান, চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ করার পর এমবিএ পড়ার জন্য ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে আসেন মিজানুর রহমান। তার মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসী বাংলাদেশীরা বুধবার লস এ্যাঞ্জেলেসের ওই গ্যাস স্টেশনের সামনে জড়ো হয়ে মিজানের ঘাতককে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
×