ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

না’গঞ্জে শিক্ষক নির্যাতন

বিচার বিভাগীয় তদন্ত রিপোর্ট হাইকোর্টে

প্রকাশিত: ০৫:৫৩, ২০ জানুয়ারি ২০১৭

বিচার বিভাগীয় তদন্ত রিপোর্ট হাইকোর্টে

স্টাফ রিপোর্টার ॥ ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে নারায়ণগঞ্জে স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠবস করানোর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এফিডেভিট সম্পন্ন হওয়ার পর ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান এ প্রতিবেদন দাখিল করেন। সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বলেন, রবিবার প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করা হবে। তখন প্রতিবেদনে কী আছে জানা যাবে। অন্যদিকে চট্টগ্রামের এক আইনজীবী ও তার স্ত্রীকে জামিন না দেয়ার ঘটনায় চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের এজলাসকক্ষে ভাংচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নারায়ণগঞ্জে স্কুলশিক্ষককে কান ধরে উঠবস করানোর ঘটনায় স্থানীয় সংসদ সদস্য জড়িত কি-না সে বিষয়ে বিচার বিভাগীয় প্রতিবেদন দাখিল করা হয়েছে। আগামী রবিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের জানিয়েছেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান ৬৫ পৃষ্ঠার ওই প্রতিবেদনটি বৃহস্পতিবার হাইকোর্টে উপস্থাপনের জন্য নিয়ে আসেন। গত বছরের ১০ আগস্ট শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠবস করানোর ঘটনায় স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান জড়িত কি-না সে বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। ওই দিন আদালত আদেশে বলে, কান ধরে উঠবসের ঘটনায় স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের সম্পৃক্ততা নেই মর্মে পুলিশের প্রতিবেদনে প্রকৃত সত্য তুলে ধরা হয়নি। পুলিশের প্রতিবেদন অসম্পূর্ণ ও অগ্রহণযোগ্য। আদালতে স্বপ্রণোদিত রুলের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মহসীন রশিদ ও এ্যাডভোকেট জেডআই খান পান্না। তদন্ত কমিটি গঠন ॥ একটি মামলায় চট্টগ্রামের এক আইনজীবী ও তার স্ত্রীকে জামিন না দেয়ার ঘটনায় চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের এজলাসকক্ষে ভাংচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ওই কমিটি তদন্ত শেষ করে দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছেন হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার ও তদন্ত কমিটির সদস্য মোঃ সাব্বির ফয়েজ।
×