ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাত খুন মামলার রায় অপরাধীদের জন্য কঠোর বার্তা ॥ ও. কাদের

প্রকাশিত: ০৫:৫২, ২০ জানুয়ারি ২০১৭

সাত খুন মামলার রায় অপরাধীদের জন্য কঠোর বার্তা ॥ ও. কাদের

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৯ জানুয়ারি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায় সাম্প্রতিককালের সর্বোচ্চ শাস্তির দিক থেকে বিরল ঘটনাই বলতে হবে। সাত খুন মামলার রায় সংশ্লিষ্ট সকলের জন্য কঠিন ও কঠোর বার্তাই পৌঁছেই দিল। যারা অপরাধের সঙ্গে জড়িত, এ ধরনের অপরাধ যারা করছে, অপরাধীদের জন্য আদালতের এটি কঠোর বার্তা এবং আদালত কতটা স্বাধীন এটাও প্রমাণিত হলো। বৃহস্পতিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতু এলাকায় কাঁচপুর, মেঘনা ও গোমতি দ্বিতীয় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্পের পাইলিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপির সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে আমাদের বসার কথা নয়। এখানে সংবিধানে যা আছে তাই হবে। রাষ্ট্রপতি মনে করেছেন তিনি সংলাপ আহ্বান করেছেন। সংলাপে আমরাও গিয়েছি। বিএনপিও গিয়েছে। বিএনপির সঙ্গে নির্বাচন কমিশন নিয়ে সংলাপ করার আর কোন সুযোগ নেই। এ বিষয়টি সম্পূর্ণ রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি সিদ্ধান্ত নিবেন কিভাবে সার্চ কমিটি হবে, কিভাবে নির্বাচন কমিশন গঠন হবে। এ বিষয়ে সংলাপ করার কোন সুযোগ আমাদের নেই।
×