ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগে বিভক্ত

প্রকাশিত: ০৫:৫২, ২০ জানুয়ারি ২০১৭

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগে বিভক্ত

বিশেষ প্রতিনিধি ॥ জননিরাপত্তা ও সুরক্ষার দায়িত্ব আলাদা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজকে দুটি বিভাগে ভাগ করে দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার স্বরাষ্ট্র্র মন্ত্রণালয়ের অধীনে জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ নামে দুটি আলাদা বিভাগ গঠনের এই আদেশ জারি করে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচালনা ও তদারকির দায়িত্ব থাকবে জননিরাপত্তা বিভাগের হাতে, আর সুরক্ষা সেবা বিভাগ দেখবে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, কারা অধিদফতর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং বহির্গমন ও পাসপোর্ট অধিদফতর। দুই বিভাগে আলাদা দুজন সচিব দায়িত্ব পালন করবেন। বর্তমানে কামাল উদ্দিন আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। কাজের সুবিধার্থে দীর্ঘদিন ধরেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ভাগ করার বিষয়টি আলোচিত হচ্ছিল। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনর্গঠন করে দুটি বিভাগ গঠন করে দিয়েছেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে উল্লেখ করা হয়েছে। এর আগে গত বছরের ৩০ নবেম্বর শিক্ষা মন্ত্রণালয়কে ভেঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ভাগ করে সরকার। একইভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আলাদা দুটি বিভাগ করার বিষয়েও সরকারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
×