ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘরের মাঠে শচীনের পর ধোনির ৪ হাজার

প্রকাশিত: ০৪:১১, ২০ জানুয়ারি ২০১৭

ঘরের মাঠে শচীনের পর ধোনির ৪ হাজার

স্পোর্টস রিপোর্টার ॥ হুট করে অধিনায়কত্ব ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরুর আগেই তিনি ঘোষণা দেন সীমিত ওভারের ম্যাচেও ভারতীয় দলকে নেতৃত্ব না দেয়ার। শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলবেন ধোনি। আর সেই সিরিজেই আরেকটি রেকর্ড গড়লেন ভারতের ইতিহাসে অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান। ক্যারিয়ারের দশম সেঞ্চুরি হাঁকিয়ে তিনি লিটল মাস্টার শচীন টেন্ডুলকরের ক্লাবে প্রথম ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন। ভারতীয় কোন ব্যাটসম্যানের ঘরের মাটিতে ৪ হাজার রানের বেশি শুধু শচীনেরই ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে কটকে বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে নাজুক অবস্থায় পড়েছিল ভারত। ওই সময় ১৩৪ রানের ইনিংস খেলে ঘরের মাটিতে ৪ হাজার রানের মাইলফলক পেরিয়ে গেছেন ধোনিও। যখন ব্যাট হাতে নেমেছিলেন তখন ২৫ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপদে ভারত। ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সেরা চতুর্থ উইকেট জুটি হিসেবে ২৫৬ রান যোগ করেন তিনি যুবরাজ সিংয়ের সঙ্গে। যুবরাজ ক্যারিয়ার সেরা ১৫০ রান করে বিদায় নিলেও ধোনি দলকে বিশাল সংগ্রহ এনে দিয়েছেন। ১০৬ বলে শতরান পেয়েছিলেন ধোনি। কিছুটা দেখে শুনেই খেলছিলেন তিনি। তবে শতক হাঁকানোর পর হয়ে ওঠেন ভয়ানক বিধ্বংসী। রানের গতি বাড়ান তিনি। বাকি ১৬ বলে করেন আরও ৩৪ রান। সবমিলিয়ে ১২২ বলে ১০ চার ও ৬ ছক্কায় ১৩৪ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। এর আগে ভারতের হয়ে দেশের মাটিতে ৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন শুধু শচীন। তিনি ১৬৪ ম্যাচ নিজ দেশে খেলে ৪৮.১১ গড়ে করেছিলেন ৬৯৭৬ রান। এখন এরপরই ধোনির অবস্থান। তিন নম্বরে আছেন রাহুল দ্রাবিড় ৩৪০৬ রান করে। যে কোন দেশের ব্যাটসম্যানের নিজ দেশে নৈপুণ্যের দিক থেকে বিবেচনা করলে ওয়ানডে ইতিহাসে ধোনির অবস্থান এখন দশে। তবে এক্ষেত্রেও সেরা শচীনই। দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তিনি ১৫৩ ম্যাচে ৫৪০৬ রান করেছেন। ৫ হাজার রান আছে আর একজনের। শ্রীলঙ্কার সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান ও অধিনায়ক কুমার সাঙ্গাকারা ১৪২ ম্যাচে ৫১৭৮ রান করেছেন নিজ দেশে। ধোনিও সেই তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিলেন। দীর্ঘদিন তিন ফরমেটে দলকে নেতৃত্ব দিয়ে বিশ্বের সফলতম অধিনায়ক তিনি। কারণ একমাত্র অধিনায়ক হিসেবে ধোনি সেরা সবগুলো আইসিসি টুর্নামেন্টের শিরোপা জিতিয়েছেন দলকে। আবার টেস্ট ক্রিকেটেও দলকে করেছিলেন এক নম্বর দল। বিজয় দিবস কাবাডিতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা শেষ হয়েছে। পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে বৃহস্পতিবার ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী ২৫-১৯ পয়েন্টে বিজিবিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি একেএম শহীদুল হক, বিপিএম, পিপিএম, ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ। বিশেষ অতিথি ছিলেন অশোক কুমার বিশ্বাস (যুগ্মসচিব) সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ এবং কামরুল হাসান শায়ক, প্রকাশক, পাঞ্জেরি পাবলিকেশন্স লিঃ। এ সময় ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি উপহার দেয়া হয়। কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে উপহার গ্রহণ করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। তার হাতে উপহার তুলে দেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
×