ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘাম ঝরিয়ে চতুর্থ পর্বে লিভারপুল

প্রকাশিত: ০৪:১০, ২০ জানুয়ারি ২০১৭

ঘাম ঝরিয়ে চতুর্থ পর্বে লিভারপুল

স্পোর্টস রিপোর্টার ॥ ঘাম ঝরিয়ে ঐতিহ্যবাহী ইংলিশ এফএ কাপ ফুটবলের চতুর্থ পর্বে নাম লিখিয়েছে লিভারপুল। বুধবার রাতে তৃতীয় পর্বের রিপ্লে ম্যাচে দ্য রেডসরা ১-০ গোলে হারিয়েছে চতুর্থ সারির দল প্লেমাউথ আর্গাইলকে। এরআগে ৮ জানুয়ারি এ্যানফিল্ডে দু’দলের প্রথম লড়াই গোলশূন্য ড্র হয়েছিল। এ কারণে পরশু রিপ্লে ম্যাচে মুখোমুখি হয় তারা। ম্যাচটি কোনরকমে জিতে পরের পর্বে উঠে গেছে জার্গেন ক্লপের দল। ম্যাচে আলো ছড়ান ব্রাজিলের মিডফিল্ডার লুকাস লেইভা। সাত বছরের মধ্যে প্রথম গোল পেয়েছেন তিনি। তার গোলেই অঘটন এড়াতে পেরেছে লিভারপুল। এ্যানফিল্ডে দু’দলের প্রথম লড়াই ড্র হওয়ায় রিপ্লে ম্যাচে মুখোমুখি হয় তারা। আগেরবার নিয়মিত একাদশের দশ খেলোয়াড় বদলে নিজেদের ইতিহাসে সবচেয়ে তরুণ দল নামিয়েছিল লিভারপুল। তবে এবার সে পথে যাননি কোচ ক্লপ। তারপরও ঘাম ঝরাতে হয়েছে তার দলকে। ম্যাচের ১৮ মিনিটে লিভারপুলকে কাক্সিক্ষত গোল উপহার দেন লুকাস। স্বদেশী ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কুটিনহোর কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন লুকাস। ২০০৭ সাল থেকে লিভারপুলের হয়ে খেলা লুকাস সর্বশেষ গোল করেছিলেন ২০১০ সালের সেপ্টেম্বরে, ইউরোপা লীগে স্টুয়া বুখারেস্টের বিরুদ্ধে। দিনের হিসেবে দুই হাজার ৩১৬ দিন পর গোল করলেন ৩০ বছর বয়সী এই খেলোয়াড়। ম্যাচের ৮৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল লিভারপুল। কিন্তু ডিভক ওরিজির দুর্বল পেনাল্টি সহজেই রুখে দেন স্বাগতিক গোলরক্ষক। প্রথম লড়াইয়ে নিয়মিত একাদশের দশ খেলোয়াড় বদলে নিজেদের ইতিহাসে সবচেয়ে তরুণ দল নামিয়েছিল লিভারপুল। তবে তরুণদের নিয়ে সফল হতে পারেননি ক্লপ। ম্যাচে বলের নিয়ন্ত্রণ থাকলেও গোলের দেখা পায়নি লিভারপুল। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে দলটি। গোলের আশায় দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ান তারকা রবার্টো ফিরমিনো, এ্যাডাম লালানা ও ড্যানিয়েল স্টারিজকে নামান লিভারপুল কোচ। কিন্তু এই তিনজনও দলকে কাক্সিক্ষত গোল এনে দিতে ব্যর্থ হন। রিপ্লে ম্যাচেও খুব একটা সুবিধা করতে পারেননি তারা। অনেকটা ভাগ্যের সহায়তা নিয়ে জয় পেয়েছে লিভারপুল। লুকাস লেইভা ব্রাজিল জাতীয় দলেও খেলেছেন। ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত ২৪ ম্যাচ খেলেছেন ডিফেন্সিভ এই মিডফিল্ডার। গোল পাননি একটিও। ২০১৩ সালে অবসর নেয়ার পর ক্লাব ফুটবলেও খুব একটা আলো ছড়াতে পারেননি। ২০০৭ সাল থেকে আছেন লিভারপুলে। কিন্তু এখানেও নিয়মিত নন। অবশেষে লম্বা সময় পর নিজের পুরনো ঝলক কিছুটা হলেও দেখালেন ৩০ বছর বয়সী এই ফুটবলার। তার এই সফল প্রত্যাবর্তনে খুশি কোচ জার্গেন ক্লপও। তিনি ম্যাচ শেষে বলেন, লুকাস আমার দলের অত্যন্ত গুরুত্বপর্ণ সদস্য। তার ব্যক্তিত্ব অসাধারণ এবং দুর্দান্ত একজন ফুটবলার। সে সত্যিকার অর্থেই অসাধারণ। আমাদের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ। দারুণ পারফর্মেন্সের পুরস্কারও পেতে যাচ্ছেন লুকাস। লিভারপুলের নিয়মিত একাদশে এখন তাকে দেখা যেতে পারে। এমন ইঙ্গিত দিয়েছেন ক্লপ। সাবেক বরুশিয়া ডর্টমুন্ড কোচ বলেন, আমি সত্যিই অবাক হয়েছি এতদিন পর তার গোলে। এটা তারজন্য অসাধারণ প্রত্যাবর্তন। আমাদের জন্যও খুশির খবর। আশা করছি পরবর্তী ম্যাচগুলোতেও সে এ ধারা ধরে রাখতে পারবে। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফেরেন কুটিনহো। খেলেছেনও আসাধারণ। তার প্রত্যাবর্তনে খুশি ক্লপ। এ প্রসঙ্গে তার ভাষ্য, এটা আমাদের জন্য অত্যন্ত ভাল খবর। আমি খুব খুশি। কুটিনহো আমাদের অন্যতম সেরা ফুটবলার। তার মাঠে থাকাটা আমাদের জন্য সবসময় জরুরী। সে এমন একজন ফুটবলার, মাঠে থাকলে যে কোন মুহূর্তে ম্যাচের গতিপ্রকৃতি পাল্টে দিতে পারে।
×