ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের জন্য নতুন মডেলের ল্যাপটপ আনলো ওয়ালটন

প্রকাশিত: ০৪:০০, ২০ জানুয়ারি ২০১৭

শিক্ষার্থীদের জন্য নতুন মডেলের ল্যাপটপ আনলো ওয়ালটন

অর্থনৈতিক রিপোর্টার ॥ এবার শিক্ষার্থীদের জন্য ১৪ ইঞ্চি হাই-ডেফিনিশন ডিসপ্লের দুটি নতুন মডেলের ল্যাপটপ বাজারে আনল দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। এতে ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের শীর্ষ আইসিটি ব্র্যান্ড ইনটেলের শক্তিশালী কোয়াড কোর প্রসেসর। বৃহস্পতিবার সকালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ওয়ালটন মেগা প্যাভিলিয়নে ‘সময় এখন বাংলাদেশের’ স্লোগানে নতুন ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হয়। মেলায় ওয়ালটন প্যাভিলিয়নের পাশাপাশি সারাদেশে সকল ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ডেড আউলটলেটে আজ থেকে পাওয়া যাবে নতুন এই দুটি ল্যাপটপ। যার দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ২২৯৯০ টাকা ও ২৩৯৯০ টাকা। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের সভাপতি এবং বিজয় বাংলা ফন্টের উদ্ভাবক মোস্তফা জব্বার, ওয়ালটনের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান (পলিসি, এইচআরএম এ্যান্ড এডমিন)। নোট বাতিলের পর কমছে ভারতের প্রবৃদ্ধি বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশের অবস্থান থেকে পিছিয়ে পড়েছে ভারত। গত বছরের শেষ দিকে ৫শ’ ও ১ হাজার রুপীর নোট বাতিলের সিদ্ধান্তের পর প্রবৃদ্ধি কমেছে দেশটির। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে ভারতের প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৬ শতাংশ, যেখানে চীনের প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৭ শতাংশ। আর ২০১৫ সালে দেশটির প্রবৃদ্ধি ছিল সাড়ে ৭ শতাংশের ওপরে। এর আগে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ভারতের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৬ থেকে ৭ শতাংশে নামিয়ে এনেছে বিশ্বব্যাংক। -অর্থনৈতিক রিপোর্টার চীনে ১০০ কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র বন্ধের নির্দেশ চীনে ১০০টি কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির এনার্জি রেগুলেটর। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশটির ১১টি প্রদেশে প্রায় ১০০ গিগাওয়াট বিদ্যুত উৎপাদন করত ওই প্লান্টগুলো। রয়টার্স এ ঘটনাকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এযাবত কালের সবচেয়ে বড় উদ্যোগ হিসেবে উল্লেখ করেছে। খবরে বলা হয়েছে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারকে জোরদার করতেই দেশটির সরকার এমন পদক্ষেপ নিয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে চলতি জানুয়ারি মাসের ১৪ তারিখে দেশটির জাতীয় জ্বালানি কর্তৃপক্ষ (এনইএ) গণমাধ্যমকে জানায়, বন্ধ করার নির্দেশ পাওয়া ওই ১০০ প্লান্টের মধ্যে বেশ কিছু নির্মাণাধীন প্রকল্পও রয়েছে। বলা হচ্ছে, নির্মাণাধীন ওই প্রকল্পগুলোর মোট মূল্য প্রায় ৬ হাজার ২০০ কোটি মার্কিন ডলার। নির্মাণাধীন এই প্রকল্পগুলোর বেশিরভাগই জিয়াংজিং, ইনার মঙ্গোলিয়া, শানঝি, গানসু, ওইনগাইসহ উত্তর-পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে অবস্থিত। -অর্থনৈতিক রিপোর্টার
×