ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে তিন দিনব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন

প্রকাশিত: ০৩:৫৭, ২০ জানুয়ারি ২০১৭

বরিশালে তিন দিনব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) আয়োজনে নগরীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী নতুন জীবন বাণিজ্যমেলা। বৃহস্পতিবার বিকেলে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে এসডিএফ’র বরিশাল অঞ্চল পরিচালক নজরুল আলম সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চলের পরিচালক গোলাম ফারুক, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রমেন্দ্র নাথ বাড়ৈ প্রমুখ। মেলায় কুটির শিল্পের পণ্যের ৫০টি স্টল বসেছে। বক্তারা বলেন, এ মেলার ফলে এসডিএফ’র সুবিধাভোগী অতিদরিদ্র ও দরিদ্র সদস্যগণ কর্তৃক উৎপাদিত পণ্য প্রদর্শন এবং বিক্রয় মার্কেট অপারেটরদের সাথে লিংকেজ তৈরি, নতুন বাজার সৃষ্টিসহ এসডিএফ’র কার্যক্রম প্রচারণায় অগ্রণী ভূমিকা পালন করবে। রাজশাহীতে ডায়মন্ড ও গোল্ড জুয়েলারি মেলা শুরু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে শুরু হয়েছে ডায়মন্ড ও গোল্ড জুয়েলারি মেলা। বৃহস্পতিবার থেকে রাজশাহী চেম্বার ভবনের তৃতীয় তলায় চার দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে ডায়মন্ড ওয়ার্ল্ড। মেলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের গোল্ড ও ডায়মন্ডের ৮টি স্টল রয়েছে। মেলায় সর্বনিম্ন ৩ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮০ লাখ টাকার জুয়েলারি রয়েছে মেলার বিভিন্ন স্টলে। মেলা উপলক্ষে রয়েছে ডায়মন্ডের যেকোন জুয়েলারির ওপর ৩০ শতাংশ ছাড় ও গোল্ড জুয়েলারির ওপর মেকিং চার্জ ফ্রি। মেলার দায়িত্বরত কর্মকর্তা রাকেশ মজুমদার বলেন, এবারের মেলায় এক্সক্লুসিভ ডায়মন্ড ও গোল্ড জুয়েলারির বেশকিছু কালেকশন রয়েছে। এদিকে মেলা শুরুর পর থেকেই ক্রেতারা আসতে শুরু করেছেন। তবে বেচাকেনা জমেনি এখনও।
×