ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ড্রাগন সোয়েটার ও তুং হাই নিটিংয়ের দরবৃদ্ধির কারণ নেই

প্রকাশিত: ০৩:৫৫, ২০ জানুয়ারি ২০১৭

ড্রাগন সোয়েটার ও তুং হাই নিটিংয়ের দরবৃদ্ধির কারণ নেই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সোয়েটার ও তুং হাই নিটিং এ্যান্ড ডাইংয়ের শেয়ার দর বাড়ার কোন কারণ নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই বুধবার নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি দুটি জানায়, কোনরকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ২১ ডিসেম্বর থেকে ড্রাগন সোয়েটারের শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ১৬ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ২২ টাকা ৫০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। একই সময়ে তুং হাই নিটিংয়ের শেয়ার দর ১১ টাকা থেকে বেড়ে ১৪ টাকা ৯০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। আর শেয়ার দুটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন সিএসই কর্তৃপক্ষ। -অর্থনৈতিক রিপোর্টার অষ্টম আইসিবি ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন কিছু সংশোধনীসহ বে-মেয়াদী অষ্টম আইসিবি ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি কমিশন সভা শেষে বিএসইসি জানায়, কনভারশন গাইডলাইন অনুসরণ করার কারণে প্রসপেক্টাসে কিছু সংশোধনী প্রয়োজন হয়। সেগুলোসহ বে-মেয়াদী গ্রোথ ফান্ডটির প্রসপেক্টাস অনুমোদন হয়। ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ৪০ কোটি টাকা। বে-মেয়াদীতে রূপান্তরের আগে ফান্ডটির নাম ছিল অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ড। তখন সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে ছিল আইসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, যা অপরিবর্তিত থাকবে। ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে থাকছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। বর্তমান বিধি অনুসারে, বে-মেয়াদী ফান্ড স্টক এক্সচেঞ্জে লেনদেনযোগ্য নয়। -অর্থনৈতিক রিপোর্টার
×