ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৫৩, ২০ জানুয়ারি ২০১৭

টুকরো খবর

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৯ জানুয়ারি ॥ সাভারে বিভিন্ন বাসাবাড়িতে প্রভাবশালীদের দেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে সাভার সদর ইউনিয়নের দক্ষিণ কলমা এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী আবিবির নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাজে সাভার তিতাস গ্যাসের অর্ধশত শ্রমিকের একটি দল অংশ নেয়। জানা গেছে, কয়েক মাস আগে দক্ষিণ কলমা এলাকায় ৪০/৫০ হাজার টাকা নিয়ে প্রত্যেক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় স্থানীয় প্রভাবশালী কতিপয় ব্যক্তি। এদিন দুপুরে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকার প্রায় তিন হাজার পরিবারের মধ্যে দেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। তারা ওই এলাকায় গ্যাস বন্ধ করে তিনটি মূল পয়েন্টে মাটির নিচে থাকা গ্যাসের পাইপ তুলে নিয়ে সিলগালা করে দেয়। এ সময় কয়েক শ’ পাইপ উদ্ধার করা হয়। অভিযানের সময় মূল সংযোগ বিচ্ছিন্ন করে ব্যবহার করা রাইজারগুলোও খুলে নেয়া হয়। এ ব্যাপারে সাভার তিতাস গ্যাসের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, সাভারে সব অবৈধ গ্যাস সংযোগ পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে সাভার থানায় মামলা করা হবে। এ অভিযান চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। বঙ্গবন্ধুর নামে কলেজ নামকরণের দাবি সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ১৯ জানুয়ারি ॥ মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের নতুন নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজ করার দাবি জানিয়েছে ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ও কলেজের গবর্নিং বডির সভাপতির কাছে এ ব্যাপারে ছাত্রছাত্রীরা একটি স্মারকলিপি জমা দিয়েছেন। এই কলেজের প্রতিষ্ঠাতা মানবতাবিরোধী যুদ্ধাপরাধী সৈয়দ মোঃ কায়সারের পিতা সৈয়দ সঈদ উদ্দিনের নামে এই কলেজ হওয়ায় সম্প্রতি সরকার সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজসহ দেশের ৯টি কলেজের নাম পরিবর্তন করে মহান ব্যক্তি কিংবা মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের সিদ্ধান্ত নেয়। শিক্ষা মন্ত্রণালয় জেলা প্রশাসককে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের নাম বাদ দিয়ে নতুন নাম প্রস্তাব করার জন্য চিঠি দেন। এ খবর শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রীদের মধ্যে জানাজানি হলে তারা জাতির জনক বঙ্গবন্ধুর নামে কলেজের নতুন নাম করার দাবি ওঠায়। আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাশগুপ্ত জানান, গোটা সিলেট বিভাগে জাতির জনক ও তার পরিবারের নামে কোন প্রতিষ্ঠান নেই। তাই মাধবপুরবাসীর দাবি জাতির জনকের নামে কলেজটি করা হলে এ নিয়ে কোন বিতর্ক হবে না। রেলওয়ের উচ্ছেদ অভিযান নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১৯ জানুয়ারি ॥ বগুড়ার সান্তাহার জংশন স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় স্টেশনের পশ্চিম পাশে এবং উত্তরে রেলওয়ে লেভেলক্রসিং এলাকায় প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সান্তাহার জংশন স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, রেললাইনের পাশঘেঁষে অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে ওঠায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এর প্রেক্ষিতে রেলওয়ে পশ্চিমাঞ্চল/রাজশাহী কর্তৃপক্ষ সান্তাহার জংশন স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করে। এ মর্মে বুধবার রাতে মাইকিং করে নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। সে মাইকিংয়ে সাড়া দিয়ে প্রায় সবাই স্থাপনা সরিয়ে নেয়। কিন্তু বেশকিছু ব্যক্তি স্থাপনা সরিয়ে না নেয়ায় উচ্ছেদ চলার সময় সেসব অবৈধ দখলদারদের স্থাপনার মালামাল প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক খায়রুল আলম। এ সময় প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা ড. আব্দুল মান্নান, রেলওয়ে পশ্চিমাঞ্চলের নিরাপত্তাবাহিনী প্রধান শাহা আলম উপস্থিত ছিলেন। অস্ত্রসহ হোটেল ব্যবসায়ী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৯ জানুয়ারি ॥ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের একটি টিম আশুলিয়া থানাধীন পল্লীবিদ্যুত অফিসের পেছনে ঊষা পোল্ট্রির মোড়ে একটি হোটেল থেকে দেশীয় পাইপগানসহ হোটেল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম হারুন-উর-রশিদ (৫০)। তার পিতার নাম সুলতান আহমেদ। এসআই মনিরুজ্জামান জানান, এদিন দুপুরে হোটেলে অভিযান চালিয়ে ক্যাশ বাক্সের মধ্যে রাখা পাইপগানটি উদ্ধার করা হয়। হোটেলটির এখনও কোন নাম রাখা হয়নি। এর পূর্বের নাম ছিল ‘খন্দকার হোটেল’। আগের মালিকের কাছ থেকে হোটেলটি হারুন ক্রয় করেন। আখক্ষেত পুড়ে ছাই স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ মিড়গড় এলাকায় আগুন লেগে আখক্ষেত পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আগুন লাগার এই ঘটনায় নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চুর প্রায় দুই একর আখক্ষেত পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানায়, দুপুর বারোটার দিকে আখক্ষেতের মাঝখানে হঠাৎ আগুনের ধোঁয়া দেখতে পেলে অনেকেই এগিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে পুরো আখক্ষেতে আগুন ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে আনুমানিক ২ লাখ টাকার ইক্ষু পুড়ে ছাই হয়ে যায়। গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৯ জানুয়ারি ॥ গাছ থেকে পড়ে মোশারেফ ঘরামী (৫০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ধূলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ঘটনার দুপুরে ধূলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামের রত্তন খায়ের বাড়িতে রেইনট্রি গাছে ডাল কাটার জন্য শ্রমিক মোশারেফ গাছে ওঠেন। এরপর আকস্মিকভাবে তিনি নিচে পরে ঘটনাস্থলেই মারা যান। মোশাররফ উত্তর কেশবপুর গ্রামের আকবর ঘরামীর ছেলে। ৩ ক্লিনিককে জরিমানা নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৯ জানুয়ারি ॥ অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ এবং কাক্সিক্ষত সেবা না দেয়ায় শহরের তিনটি ক্লিনিকে অভিযান চালিয়ে ছয় লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত শহরের হরিশপুর এলাকায় আল সান হাসপাতালে অভিযান চালায়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং পর্যাপ্ত ডাক্তার না থাকায় হাসপাতালের মালিক শহিদুল ইসলামকে পাঁচ লাখ টাকা জরিমানা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের বিচারক সারোয়ার আলম। এছাড়া একতা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৭৫ হাজার, সদর হাসপাতাল চত্বর এলাকার বিসমিল্লাহ ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডাঃ মঞ্জুর আহমেদ, র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর আশরাফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। ৫ প্রতিষ্ঠানকে জরিমানা স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ জরিমানা করে। কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শেখ সাদী জানান, কুড়িগ্রাম শহরের বাসস্ট্যান্ড এলাকায় হোটেল নিরিবিলিকে মূল্য তালিকা প্রকাশ না করার অপরাধে এক হাজার টাকা, ভাই ভাই বেকারিকে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকার অপরাধে এক হাজার টাকা, দীতি হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার অপরাধে এক হাজার টাকা, আল আমিন ট্রেডার্সকে খোলা বিস্কুট বিক্রি করার অপরাধে দুই হাজার টাকা এবং পৌর বাজারে অসস্থিত পালস ডিসপেনসারিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে তিন হাজার টাকাসহ মোট আট হাজার টাকা জরিমানা করা হয়। বাজার মনিটরিংকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর জহুরুল ইসলাম ও সদর থানা পুলিশের একটি দল অংশ নেয়। ফুলবাড়ীতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জেলার ফুলবাড়ীতে মানববন্ধন করেছে পাঁচ শতাধিক কৃষক। ভূমিদস্যুরা উপজেলার পশ্চিম ধনিরাম গ্রামের প্রকৃত জমির মালিকদের না জানিয়ে সৌরবিদ্যুত পাওয়ার প্ল্যান্ট বসানোর চেষ্টা চালাচ্ছে। এতে কৃষকদের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করে পাঁচ শতাধিক কৃষক। এ সময় বক্তব্য রাখেনÑ ফুলবাড়ী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুল রহমান, বীর মুক্তিযোদ্ধা তালেব আলী, ক্ষতিগ্রস্তদের মধ্যে উমর আলী, এন্তাজ আলী প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করে। ট্রেনে কেটে নারীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৯ জানুয়ারি ॥ ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বঙ্গবন্ধু সেতু-তারাকান্দী রেললাইনের ভূঞাপুর উপজেলার ভারই এলাকায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। নিহত ওই নারীর বয়স আনুমানিক ৪০ বছর। বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের স্টেশনমাস্টার নুরুল হুদা জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন উপজেলার ভারই এলাকায় পৌঁছলে ওই মহিলা ট্রেনে কাটা পড়ে। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিদ্যালয় জাতীয়করণ দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর), ১৯জানুয়ারি ॥ কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয়করণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসুচী পালন করা হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এইচ এম আবদুর রহমান পন্নু। বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের খয়রাবাদ নদীর বাহাদুর মৌজা থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে অব্যাহত নদী ভাঙ্গনের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ভাঙ্গন কবলিত এলাকার ক্ষতিগ্রস্তদের আয়োজনে নদীর তীরে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজ সেবক নুরুল ইসলাম মাতুব্বর। বক্তব্য রাখেন হাবিবুর রহমান, রনো সরদার, রফিকুল ইসলাম, শান্তি রঞ্জন, লতিফ হাওলাদার, দিপালী রানী, বিপুল রানী মিস্ত্রি, নিপা বেগম, আলেয়া বেগম। বক্তারা বলেন উপজেলার একটি প্রভাবশালী মহল খয়রাবাদ মৌজা থেকে বালু উত্তোলনের ইজারা নিয়ে সেখান থেকে বালু উত্তোলন না করে ড্রেজার দিয়ে খয়রাবাদ নদীর বাহাদুর মৌজা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। ফলে নদী ভাঙ্গন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। রাবিতে তিন শিবির কর্মী আটক রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিবিরের সদস্য সংগ্রহকালে সংগঠনটির তিন কর্মীকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে তাদের পুলিশে দেয়া হয়। আটক শিবিরকর্মীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের ফারহাদ, লোকপ্রশাসন বিভাগের সফিকুল ও হিসাববিজ্ঞান বিভাগের শুভ। প্রত্যক্ষদর্শীরা জানায়, টুকিটাকি চত্বরে আড্ডারত ফাইন্যান্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছে গিয়ে ওই তিন শিবিরকর্মী নাম ও ফোন নম্বর জানতে চায়। জমি নিয়ে বিরোধ ॥ বাড়িতে হামলা ভাংচুর নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৯ জানুয়ারি ॥ বাউফলের বগা ইউপির বামনিকাঠি গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আবদুল হক নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নি সংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, একই এলাকার আবদুস সত্তার আলী সিকদার গংদের সঙ্গে জমিজমা নিয়ে আবদুল হকের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিরোধ নিষ্পত্তির জন্য সালিশ ডাকা হয়। ইউপি মেম্বার জালাল উদ্দিন, মোজাম্মেল হক ও আবুল হোসেনের সালিশ করার কথা ছিল। এর আগেই আবদুস সত্তার আলী গংরা ৫০-৬০ জন সশস্ত্র ভাড়াটে লোকজন নিয়ে আবদুল হকের বাড়িতে হামলা চালিয়ে ঘরে বেড়া, দরজা, জানালাসহ অন্যান্য মালামাল ভাংচুর করে এবং একটি কুড়ে ঘরে আগুন লাগিয়ে দেয়। এ সময় তার স্ত্রী রোকেয়া বেগম বাধা দিলে তাকে এলোপাতাড়িভাবে পিটিয়ে জখম করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত রোকেয়া বেগমকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তেঁতুলিয়ায় সাউন্ড গ্রেনেড উদ্ধার স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ তেঁতুলিয়া সীমান্তে একটি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে তেঁতুলিয়া উপজেলার সারিয়ালজোত এলাকার কানকাটা সীমান্তের ৪৩৬ মেইন পিলারের ২৫নং সাব-পিলারের পাশে বাংলাদেশী ভূখ- থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। এ ধরনের সাউন্ড গ্রেনেড ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ব্যবহার করে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ বলেন, সকালে কয়েকজন বাংলাদেশী লোকজন ওই এলাকায় ঘোরাঘুরির সময় গ্রেনেডটি পেয়ে হাতে নেয়। এ সময় বিজিবির টহল দল ওই এলাকায় গেলে তারা গ্রেনেডটি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সেটি উদ্ধার করে। অর্থ আত্মসাত ॥ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১৯ জানুয়ারি ॥ উপজেলার মালিগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শাহজালাল সরকারকে অর্থ আত্মসাতের দায়ে গ্রেফতার করেছে দুদক। কুমিল্লার দুদকের উপ-সহকারী কর্মকর্তা বৃহস্পতিবার দুপুরে ওই গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন। কুমিল্লার দুদকের উপ-সহকারী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, উপজেলার মালিগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজালাল সরকার দায়িত্বে থাকাকালে ২০১১ থেকে ১৪ সাল পর্যন্ত মালিগাঁও ইউনিয়নে বিভিন্ন গ্রামে ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারের ৫৪ লাখ ৯২ হাজার ৯শ’ টাকা আত্মসাত করেন। এর প্রেক্ষিতে দুদক বাদী হয়ে দাউদকান্দি থানায় একটি মামলা করে। মামলটি দীর্ঘদিন তদন্ত শেষে তাকে গ্রেফতার করা হয়। তাকে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ডিবি পুলিশের ২ এসআইক্লোজড স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সহকারী পরিদর্শককে ক্লোজড করা হয়েছে। এরা হলেন, সহকারী পরিদর্শক (এসআই) শামিম ও মাহমুদ। বুধবার রাতে তাদের পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন। সূত্রমতে, এক ব্যক্তিকে জিম্মি করে ২৫ হাজার টাকা নেয়ার অভিযোগের প্রেক্ষিতে তাদের প্রাথমিকভাবে ক্লোজড করা হয়েছে। এছাড়া অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার।
×