ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শুষ্ক মৌসুমেই খাল খনন করা হবে ॥ পানিসম্পদমন্ত্রী

প্রকাশিত: ০৩:৫২, ২০ জানুয়ারি ২০১৭

শুষ্ক মৌসুমেই খাল খনন করা হবে ॥ পানিসম্পদমন্ত্রী

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ভবদহ অঞ্চল পরিদর্শন করলেন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীরপ্রতীক। বৃহস্পতিবার ভবদহ স্লুইস গেট সংলগ্ন এলাকা পরিদর্শন শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা। এর আগে সকালে নওয়াপাড়ায় খাল পরির্দশন ও অভয়নগরের মশিহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ে পথসভায় বক্তব্য রাখেন তারা। দুপুরে ভবদহে মতবিনিময় সভায় পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এপ্রিল-মে শুষ্ক মৌসুমের মধ্যে যেন স্লুইচ গেটগুলো কার্যশীল হয় সেদিকে লক্ষ্য রাখা হবে। একটি স্কেভেটর রয়েছে। আরও একটি এনে শুষ্ক মৌসুমেই খনন করা হবে। যাতে বর্ষ মৌসুমের আগে পানি জমতে না পারে। আপাতত এ বছরের মধ্যে টিআরএম চালু সম্ভব হচ্ছে না। তবুও আমরা এ বিষয়গুলো পর্যবেক্ষণে রাখব। টিআরআর প্রকল্প মহাপরিকল্পনায় রয়েছে। স্থায়ী সমাধানের লক্ষ্যে আমডাঙ্গা খালসহ ছোটখাটো খালগুলো সংস্কারের চিন্তাভাবনা রয়েছে। এ মৌসুমে না পারলেও আগামী মৌসুমে খালের জমি অধিগ্রহণ করার পরিকল্পনা রয়েছে। পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেন, ভবদহ অঞ্চলেরর জলাবদ্ধতা নিরসন জননেত্রী শেখ হাসিনার সুশাসনের সঙ্গে সম্পর্কযুক্ত। অল্প সময়ের মধ্যে পানি নিষ্কাশন সম্ভব হওয়ায় এখানকার কৃষকরা নতুন আশায় বুক বেঁধেছে। ফসল উঠলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। ভবদহ সমস্যার স্থায়ী সমাধান হবে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এখন তৃণমূল পর্যায়ের মানুষের দুঃখ দুর্দশার সরেজমিনে দেখছি। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সেই সমস্যা সমাধানের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এ সময় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী জাহাঙ্গীর কবির, খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। প্রত্যাহারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ষড়যন্ত্রমূলক হত্যা মামলা নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ১৯ জানুয়ারি ॥ বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা পটুয়াখালী জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হাসান রহমান মৃধা ও ভাই মোখলেছুর রহমান এবং তাদের পরিবারের সদস্যদের নামে আমতলী থানায় দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা পটুয়াখালী জেলা শাখা। এ সময় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এতে অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে হাসান রহমান ও তার পরিবারের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়। কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৯ জানুয়ারি ॥ কুষ্টিয়ায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। নিহতের নাম আমিরুল ইসলাম আমির (৪৫)। বুধবার রাত ১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার আলামপুর ৮মাইল গোরস্তানের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একটি দেশী তৈরি এলজি, তিন রাউন্ড গুলি, একটি করাত ও একটি হাঁসুয়া উদ্ধার করা হয়। নিহত আমিরুল মিরপুর উপজেলার আমবাড়ীয়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে জেলা সদর উপজেলার আলামপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে ডাকাতির উদ্দেশে একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে ডিবি পুলিশ ও আলামপুর ক্যাম্প পুলিশের যৌথ একটি টিম ঘটনাস্থলে পৌছলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের শুরু হয়। প্রায় আধাঘণ্টা এ বন্দুকযুদ্ধ চলার একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় ডাকাত দলের সদস্য আমিরুল ইসলাম আমির। এ সময় অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ওই অস্ত্র। নিহত আমিরুল ইসলাম আমির গণবাহিনীর নেতা কসাই সিরাজের ছোট ভাই ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানায়।
×