ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সেতু উদ্বোধন

নীলফামারীতে অর্থনৈতিক জোন হবে ॥ নূর

প্রকাশিত: ০৩:৫১, ২০ জানুয়ারি ২০১৭

নীলফামারীতে অর্থনৈতিক জোন হবে ॥ নূর

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি জেলা সদরের চাপড়া সরমজানী ইউনিয়নের ইটাপীর থেকে চাপড়া কাছারি পর্যন্ত দুই দশমিক তিন কিলোমিটার ও রামনগর-চাঁদের হাট পর্যন্ত এক দশমিক এক কিলোমিটার সড়কের পাকাকরণ এবং রামনগর-চরচরাবাড়ির সন্ন্যাসীতলা ৬০ মিটার দৈর্ঘ্য ব্রিজ নির্মাণকাজের ভিত্তিফলক উন্মোচন করেছেন। বৃহস্পতিবার দুপুরে চাপড়া সরমজানী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চাপড়া সরমজানী ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের ন্যায় নীলফামারীর উন্নয়ন এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী গরিব-দুখী মানুষকে স্বাবলম্বী করতে কাজ করছেন। নীলফামারীর ইপিজেডে ২৬ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে, আগামীতে সেখানে ৪০ হাজার মানুষের কর্মসংস্থান করা হচ্ছে। এখানে অর্থনৈতিক জোন হবে, মেডিক্যাল কলেজ হবে। এ সময় উপস্থিত ছিলেনÑ নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা প্রমুখ। পছন্দের মানুষকে জীবনসঙ্গী করায় দুই মাস আটকে রেখে নির্যাতন নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৯ জানুয়ারি ॥ নিজের পছন্দের মানুষকে জীবন সাথী করার অপরাধে জোছনা চাকমা (২৫) নামে পাহাড়ী এক দরিদ্র কৃষকের মেয়েকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে। এজন্য তাকে প্রায় ২মাস বন্দী জীবন কাটাতে হয়েছে। ঘটনাটি ঘটেছে নানিয়াচর উপজেলার নানাক্রম এলাকায়। বৃহস্পতিবার রাঙ্গামাটি প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে তার বন্দী জীবনের কাহিনী তুলে ধরেন জোছনা। তিনি জানান, ২০১৬ সালের জুলাই মাসে চট্টগ্রামে চাকরি করার সুবাদে অপু সিংহ নামে এক বড়ুয়া ছেলেকে বিয়ে করেন। ওই বছরের ১৮ নবেম্বর তিনি তার স্বামীকে নিয়ে তার বাবা জহর লাল চাকমার বাড়ি বেড়াতে আসেন। সেখান থেকে ফেরার পথে ইউপিডিএফের চার ক্যাডার তাদের ধরে নিয়ে য়ায়। স্বামী অপুকে বেদম প্রহার করে ছেড়ে দিলেও তাকে রেখে দিয়ে প্রায় দুই মাস ধরে ওই ক্যাডাররা নির্যাতন করে। গত ১৬ জানুয়ারি বন্দীশালা থেকে পালিয়ে এসে নানিয়াচর সেনা ক্যাম্পে আশ্রয় নেন। তারা মেয়েটিকে নানিয়াচর থানায় সোপর্দ করেন । থানা তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখে। ছাড়া পেয়ে ওইদিন জোছনা সাংবাদিকদের নিকট তার নির্যাতনের কথা তুলে ধরেন।
×