ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাকৃবি হলে চুরি ॥ গেটে তালা দিয়ে বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৪৯, ২০ জানুয়ারি ২০১৭

বাকৃবি হলে চুরি ॥ গেটে তালা দিয়ে বিক্ষোভ

বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একটি আবাসিক হল থেকে মোবাইল ফোন চুরি যাওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে আবাসিক ছাত্ররা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে আশরাফুল হক হলের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করে ছাত্ররা। হলের আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, বেশকিছু দিন ধরে হলের ছাত্রদের কক্ষ থেকে মুঠোফোন চুরি হয়ে যাচ্ছে। গত তিন মাসে হল থেকে সাতটি মোবাইল ও মানিব্যাগ চুরি হয়েছে। সর্বশেষ বুধবার হলের ২৪২ নম্বর কক্ষ থেকে এক শিক্ষার্থীর মুঠোফোন চুরি হয়। হলে কর্মরত কর্মচারীদের দায়িত্বে অবহেলার কারণে চুরির ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। হল প্রভোস্টকে অভিযোগ করেও সুরাহা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন ছাত্ররা। বুধবার ফের চুরি হওয়ায় ঘটনায় শিক্ষার্থীরা হলের ফটকে বিক্ষোভ করতে থাকেন। এ সময় হাউস টিউটর শফিকুর রহমান শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। হাউস টিউটর চলে গেলে রাত ১১টার দিকে হলের প্রধান ফটকে তালা দিয়ে হলের ভেতরে প্রভোস্টের বিরুদ্ধে বিভিন্ন সেøাগান দিতে থাকেন। ১২টার দিকে শিক্ষার্থীরা তালা খুলে দেন। বাউফলে হাসপাতালে ঢুকে রোগীকে মারধর নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৯ জানুয়ারি ॥ বাউফল হাসপাতালে ঢুকে কুলসুম বেগম (৩২) নামের এক নারী রোগীকে মারধর করেছেন খলিল নামের এক যুবক। এ সময় অন্য রোগীরা ভীতসন্ত্রস্ত হয়ে পরেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে। আহত ওই রোগীর ছোট বোন খাদিজা বেগম জানান, গরুতে কলাই খাওয়াকে কেন্দ্র করে ঘটনার দিন বিকেলে প্রতিপক্ষ নয়া সিকদার ও তার ভাই খলিল সিকদার ও ছেলে সোহেলের নেতৃত্বে ৭-৮ জন তার বাবা মান্নান সিকদারকে (৫৫) পেটাতে থাকে। এ সময় তার ডাক চিৎকার শুনে তিনি ও তার বড় বোন কুলসুম বেগম এগিয়ে এলে তাদের এলোপাতাড়ি পিটিয়ে জখম করে এবং পরনের কাপড় খুলে ফেলে। একপর্যায়ে তার বোন অজ্ঞান হয়ে পড়লে হামলাকারীরা চলে যায়। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে সন্ধ্যায় বাউফল হাসপাতালে এনে ভর্তি করে। এরপর রাত ৮টার দিকে খলিল বাউফল হাসপাতালে এসে ৯নং বেডে চিকিৎসাধীন তার বোন কুলসুম বেগমকে হাসপাতাল ছেড়ে যাওয়ার হুমকি দেয়। তিনি রাজি না হলে খলিল ক্ষুব্ধ হয়ে পায়ে জুতা পরা অবস্থায় তার বোনের কপালে লাথি মারে। এ অবস্থায় চিকিৎসাধীন অন্য রোগীরাও ভীতসন্ত্রস্ত হয়ে পরে। এ বিষয়ে বাউফল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ এএসএম সায়েম বলেন, আমাদের কাছে অভিযোগ করা হয়নি। অভিযোগ করা হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। হবিগঞ্জে ডিজিটাল মেলা উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৯ জানুয়ারি ॥ হবিগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭। বৃহস্পতিবার থেকে শুরু এই মেলা চলবে শনিবার পর্যন্ত। জেলা কালেক্টরেট প্রাঙ্গণ নিমতলা থেকে বের হওয়া র‌্যালিতে অংশ নিয়ে অপরূপ সাজে সজ্জিত জেলা পরিষদ অডিটরিয়ামসহ তৎসংলগ্ন প্রাঙ্গণে এই মেলা উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ। এ সময় একই স্থানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে সভাপতিত্ব করেন ডিসি সাবিনা আলম। প্রধান অতিথি ছিলেন, সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ। ডিজিটাল উদ্ভাবনী মেলা স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। পঞ্চগড় সরকারী অডিটরিয়াম চত্বরে বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক। জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ ম-ল। অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত কর্মকর্তা নাঈমুজ্জামান মুক্তা, জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল আলীম খান ওয়ারেশি বক্তব্য রাখেন। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৯ জানুয়ারি ॥ করিমগঞ্জে জমিয়ত আলী স্মৃতি সংসদের উদ্যোগে এবারে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আছমা আরা বেগম। সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা ইকবালের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন অধ্যক্ষ শামছুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা আমান উল্লাহ দর্জি, প্রভাষক শাহজাহান শাজু, ছড়াকার সালেহ আহমেদ, জমশেদ আলী, নারীনেত্রী চন্দ্র সরকার প্রমুখ।
×