ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হুমকিতে জনস্বাস্থ্য

শিল্প বর্জ্যে নরসিংদীর পরিবেশ দূষণ

প্রকাশিত: ০৩:৪৮, ২০ জানুয়ারি ২০১৭

শিল্প বর্জ্যে নরসিংদীর পরিবেশ দূষণ

মোস্তফা কামাল সরকার, নরসিংদী ॥ জেলায় অপরিকল্পিতভাবে শিল্প কারখানা গড়ে ওঠায় ব্যাপক আকারে পরিবেশ দূষণ হচ্ছে। শিল্প বর্জ্যে মেঘনাসহ বিভিন্ন নদনদীর পানি দূষিত হয়ে জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সরকারী সূত্রের হিসেব অনুযায়ী এ জেলার ১০ হাজার ৫শ’ ছোটবড় বিভিন্ন রকমের শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে পাওয়ারলুম কারখানা ও ছাপা কারখানাই বেশির ভাগ। কিন্তু বেসরকারী এক পরিসংখ্যানে জানা গেছে, বৈধ ও অবৈধভাবে জেলার ৬টি থানায় প্রায় ১২ সহস্রাধিক শিল্প কারখানা গড়ে উঠেছে। কিছুসংখ্যক শিল্পকারখানা ছাড়া অধিকাংশ শিল্পকারখানা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। এর মধ্যে অনুমোদনপ্রাপ্ত শিল্পকারখানার বর্জ্য পদার্থ নিষ্কাশন পদ্ধতির ব্যাখ্যা সরকারী কাগজপত্রে উল্লেখ থাকলেও তা বাস্তবায়িত হচ্ছে না। অনেক কারখানাই ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) বন্ধ রাখা হয়। ফলে কেমিক্যাল যুক্ত বর্জ্য নদীতে গিয়ে পানি দূষিত করছে। মরছে মাছসহ বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা হাজার হাজার শিল্পকারখানার বিকট আওয়াজে ও নির্গত দুর্গন্ধময় বিষাক্ত ধোঁয়া এবং বজ্যে আবাসিক এলাকার ভারসাম্য বিনষ্ট হচ্ছে। এত জেলার জনজীবন হুমকির সম্মুখীন। অপরিকল্পিতভাবে শিল্পকারখানা গড়ে ওঠায় এখানকার শিল্প এলাকা বা আবাসিক এলাকা চিহিৃত হচ্ছে না। ফলে আবাসিক এলাকায় শিল্প কারখানা গড়ে ওঠায় ছাত্রছাত্রীদের লেখাপড়া বিঘœ এবং জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এসব কারখানা থেকে নির্গত দুর্গন্ধময় বর্জ্যে কারণে নরসিংদী ও মাধবদী পৌর এলাকাসহ এখানকার বিভিন্ন নদনদী, খালবিল, ডোবানালার পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া কলকারখানার বিষাক্ত বর্জ্যরে কারণে এ অঞ্চলের মানুষের বিভিন্ন রকমের রোগ দেখা দিয়েছে। অপরদিকে এখানকার নদী ও খালবিলে এবং বিভিন্ন জলাশয়ে দূষিত পানি ছড়িয়ে পড়ায় নদীর মাছ, জমির ফসল, এমনকি গাছপালা পর্যন্ত মরে যাচ্ছে। এলাকাবাসীর বহু প্রতিবাদের মুখেও প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করে আসছে। সূত্র জানায়, প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে শিল্প মালিকদের অবৈধ চুক্তিরভিত্তিতে তারা ইটিপি চালু না রেখে পানি শোধন ছাড়াই শিল্প বর্জ্য নদীতে ফেলছে ফলে নদীর পানি দূষিতসহ পরিবেশ বিনষ্ট হচ্ছে।
×