ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ কর্মীদের সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে ॥ সোহাগ

প্রকাশিত: ০১:৫৮, ১৯ জানুয়ারি ২০১৭

ছাত্রলীগ কর্মীদের সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে ॥ সোহাগ

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে প্রধামন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন ২০২১ ও ২০৪১ অর্জনের লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি। বৃহস্পতিবার মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে মাগুরা জেলা ছাত্রলীগ। ছাত্রলীগ সভাপতি বলেন, পুনর্মিলনী মানে মিলনমেলা। ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের উৎসবমুখর উপস্থিতি দেখে আমি মুগ্ধ। সাবেকদের আছে অভিজ্ঞতা, আর নতুনদের উদ্যোম। নতুন-পুরানের সমন্বয় করে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও সাম্প্রদায়িকতা মুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে। সাইফুর রহমান সোহাগ বলেন, ছাত্রলীগের ইতিহাস খুবই গৌরবময় ও ঐতিহ্যের। এ ঐতিহ্য ধরে রাখার জন্য সবাইকে ছাত্রলীগের আদর্শ মেনে চলতে হবে। সুশৃংখল জীবনযাপন ও সুশৃংখল আচরণে অভ্যস্ত হতে হবে। ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও মানুষের জন্য ভালবাসা থাকতে হবে। সমাজের প্রতি হতে হবে দায়িত্বশীল। মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ডা. তোফাজ্জেল হক চয়ন, আবু হোসাইন বিপু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল।
×