ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বনানীতে চারতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০১:৪৮, ১৯ জানুয়ারি ২০১৭

বনানীতে চারতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বানানী চেয়ারম্যান বাড়ী এলাকায় একটি নির্মানাধীন বহুতল ভবনের চারতলা থেকে পড়ে মোঃ রাসেল (৩০) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের স্ত্রী সুইটি জানান, তারা মিরপুর-১৪ নম্বর সেক্টর ভাষানটেক এলাকায় বসবাস করেন। বৃহস্পতিবার বনানীর চেয়ারম্যান বাড়ির এলাকার একটি বহুতল ভবনে রং করার কাজ করছিলেন। দুপুর ১টার দিকে রংয়ের কাজ করার সময় রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ তলা থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর ্আহত হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক পরামর্শে তাকে বিকেল সাড়ে ৩টায় ঢামেক হাসপাতালে জরুরী বিভাগে আনেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঢামেক পুলিশ ফাঁিড়র এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাসেলের লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে নেয়া হয়েছে।
×