ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১০, আটক ২

প্রকাশিত: ০১:২৬, ১৯ জানুয়ারি ২০১৭

সোনারগাঁয়ে দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১০, আটক ২

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ১০ জন আহত হয়েছে। এতে উভয় পক্ষের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় পৃথক দুইটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় মহসিন ও আব্দুর বাতের নামে দুইজনকে আটক করে পুলিশ। এ বিষয়ে উভয় পক্ষই বৃহস্পতিবার বিকেলে থানায় অভিযোগ দিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১টায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বারদী ইউনিয়নের চরাঞ্চল নুনেরটেক চুয়াডাঙ্গা এলাকার হযরত আলী ও আব্দুল ওহাবের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের উপর হামলা চালায়। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতরা হলো- হামলায় হযরত আলী, জামিলা বেগম, মহসিন, আলী সিরাজ হোসেন, আলী আকবর, আক্কল আলী, সামসুদ্দিন, খুকি, সোনিয়া, সামছুদিন। আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোঃ মঞ্জুর কাদের জানান, সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক দুটি অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে।
×