ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মধ্যপ্রাচ্যসহ সব দেশ থেকে রেমিট্যান্স কমেছে

প্রকাশিত: ০০:৩৯, ১৯ জানুয়ারি ২০১৭

মধ্যপ্রাচ্যসহ সব দেশ থেকে রেমিট্যান্স কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বব্যাপী তেলের দাম কমে যাওয়ায় প্রবাসীদের উপার্জন কম হচ্ছে। অন্যদিকে পশ্চিমা বিশ্বের নানা সঙ্কটে ইউরো ও পাউন্ডের দামও কমে গেছে। এসব কারণের পাশাপাশি প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের পরিবর্তে হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছে। সব মিলিয়ে হিসাব শেষে দেখা যাচ্ছে যে রেমিট্যান্স কমে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা গেছে, শীর্ষ রেমিট্যান্স প্রেরণকারী দেশগুলোর প্রায় সবগুলো থেকেই কমেছে রেমিট্যান্স। চলতি অর্থবছরের (২০১৬-১৭) জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়ে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৬৪ শতাংশ রেমিট্যান্স কমেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে। এর বাইরে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ইতালি ও সিঙ্গাপুর থেকেও বিশাল অংশ রেমিট্যান্স দেশের আসে। বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণকারী প্রথম সারির ১০টি দেশের পরিসংখ্যান দেখলে দেখা যায় যে তার মধ্যে ৮টি দেশ থেকেই রেমিট্যান্স কমেছে।
×