ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কয়লা দিয়ে রূপচর্চা

প্রকাশিত: ১৯:৪২, ১৯ জানুয়ারি ২০১৭

কয়লা দিয়ে রূপচর্চা

অনলাইন ডেস্ক॥ সম্প্রতি ইন্ডিপেনডেন্টে প্রকাশিত ত্বক বিশেষজ্ঞদের বিশেষ প্রতিবেদনে ওঠে এসেছে কয়লা দিয়ে রূপচর্চার চমকপ্রদ তথ্য। আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে দূষণ যেন পাল্লা দিয়ে বাড়ছে। আর এ দূষণের ফলে দেহে বাসা বাঁধছে নানা রোগ। সবাই এখন আলোচনা করছেন, কিভাবে দেহ থেকে বিষ দূর করা যায়। এ বিষ মুক্ত করার জন্য একটি দারুণ উপায় হলো কয়লা ব্যবহার। অতীতে অনেকেই দাঁত মাজার কাজে কাঠকয়লা ব্যবহার করতেন। এখন রূপচর্চার কাজেও ব্যবহার করা হচ্ছে এ কয়লা। তবে যে কয়লা রূপচর্চার কাজে ব্যবহৃত হচ্ছে, তা আমরা যেমন কয়লা দেখি তেমন নয়। এখন প্রশ্ন হলো, তাহলে আসল কয়লার সঙ্গে কী পার্থক্য রয়েছে এ কয়লার? এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয় এ কয়লায়- যার অন্যতম অংশ হলো অক্সিজেন ট্রিটমেন্ট। এ কয়লা ব্যবহৃত হচ্ছে টুথপেস্ট থেকে শুরু করে ফেস মাস্কেও। আর এক্ষেত্রে কয়লাটিকে বলা হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন। এ কয়লা অনেকটা স্পঞ্জের মতো করে কাজ করে। দেহের ময়লা, তেল ও দূষণের ফলে আসা নানা অনাকাঙ্ক্ষিত পদার্থ তুলে নেওয়ার ক্ষেত্রে এটি বেশ কার্যকর। তবে কয়লার এ ব্যবহার মোটেও নতুন নয়। অতীতে মানুষ যেমন দাঁত মাজার কাজে কয়লা ব্যবহার করতেন তেমন পরবর্তীতে চিকিৎসা বিজ্ঞানের প্রয়োজনেও কয়লা ব্যবহৃত হওয়া শুরু হয়। এটি দেহের নানা ধরনের দূষিত পদার্থ তুলে নিতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠান বর্তমানে তাদের কয়লা দিয়ে তৈরি সামগ্রী বাজারজাত করছে। এছাড়া আপনি চাইলে নিজেও নিজস্ব পদ্ধতিতে এ কয়লা ব্যবহার করতে পারেন। এটি নিজের ওজনের হাজার গুণ ময়লা গ্রহণ করতে পারে। আর এ কারণে কয়লা ব্যবহার করে পরিষ্কার করা যায় বহু জিনিস। আপনি চাইলে আপনার ত্বক পরিষ্কারেও ব্যবহার করতে পারেন এ কয়লা। এমনটিই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
×