ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

৬০ মিনিটে ৩ বার কাঁপল ইতালি!

প্রকাশিত: ১৯:৩৯, ১৯ জানুয়ারি ২০১৭

৬০ মিনিটে ৩ বার কাঁপল ইতালি!

অনলাইন ডেস্ক॥ এবার পরপর তিনবার জোরালো ভূমিকম্পের ঘটনা ঘটল মধ্য ইতালিতে ! সেই সঙ্গে প্রবল তুষারপাতে বাড়ল বিভ্রান্তি। গতকাল বুধবার সকালে মাত্র এক ঘণ্টার ব্যবধানে এমন ঘটনা ঘটে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির অ্যামাট্রিস শহরের উত্তরে পাহাড়ি এলাকায়। জানা যায়, সেদিন সকাল ১০: ২৫ মিনিটে প্রথম কম্পনটি ঘটে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৩। কম্পনের মাত্রা সবচেয়ে বেশি অনুভূত হয় অ্যামাট্রিস শহরে। এর ৫০ মিনিট পরে দ্বিতীয় ভূমিকম্পটি হয়। কম্পনের মাত্রা ছিল ৫.৭। তার মাত্র ১০ মিনিটের মাথায় আফটারশকের জেরে তৃতীয় বার কেঁপে ওঠে ইতালি। এবার কম্পনের মাত্রা ৫.৩। কম্পনের উৎসস্থল ছিল রোম থেকে ৬২ কিমি দূরে অ্যামাট্রিস শহরে। গত কয়েকদিনে দেশটির রাজধানী রোম-সহ ইতালির বিস্তীর্ণ এলাকায় তুষারপাত হয়েছে। প্রায় ৩ ফিট বরফের নীচে চাপা পড়েছে রাস্তা ও জমি। তার সঙ্গে ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়ায় শুরু হয় চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি। রাস্তায় তৈরি হয় বিশাল যানজট। ব্যাহত হয় উদ্ধারকাজ।
×