ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত: ১৯:২০, ১৯ জানুয়ারি ২০১৭

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। নিহতের নাম আমিরুল ইসলাম আমির (৪৫)। বুধবার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে জেলা সদর উপজেলার আলামপুর ৮মাইল গোরস্থানের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ১টি দেশী তৈরি এলজি, ৩রাউন্ড গুলি, ১টি করাত ও ১টি হাসুয়া উদ্ধার করা হয়। নিহত আমিরুল মিরপুর উপজেলার আমবাড়ীয়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। কুষ্টিয়া ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে জেলা সদর উপজেলার আলামপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে ডিবি পুলিশ ও আলামপুর ক্যাম্প পুলিশের যৌথ একটি টিম ঘটনাস্থলে পৌছালে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় আতœরক্ষার্তে পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের শুরু হয়। প্রায় আধাঘণ্টা এ বন্দুকযুন্ধ চলার একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় ডাকাত দলের সদস্য আমিরুল ইসলাম আমির। নিহত আমিরুল ইসলাম আমির গণবাহিনীর নেতা কসাই সিরাজের ছোট ভাই ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানায়।
×