ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডব্লিউইএফ

বাংলাদেশের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ প্রমাণিত ॥ পলক

প্রকাশিত: ০৮:৪৮, ১৯ জানুয়ারি ২০১৭

বাংলাদেশের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ প্রমাণিত ॥ পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, দেশের ইতিবাচক ব্রান্ডিং সৃষ্টি এবং বিভিন্ন খাতে অর্জন ও সাফল্য তুলে ধরার ক্ষেত্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় বাংলাদেশের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছে। তিনি বুধবার এখানে সিলভারেটা পার্ক হোটেলে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ডব্লিউইএফ’র এ বার্ষিক সভায় বাংলাদেশের যোগদান খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ যে উন্নয়নের একটি রোল মডেলে পরিণত হয়েছে তা তুলে ধরার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ। খবর বাসসর। সুইজারল্যান্ডে ৫ দিনের সরকারী সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ হোটেলে অবস্থান করছেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব মোঃ শহিদুল হক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এবং সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসানও বক্তব্য রাখেন। এতে প্রধানমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি সাজ্জাদুল হাসান এবং উপ-প্রেস সচিব মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। পলক বলেন, ডব্লিউইএফ সম্প্রতি যে র‌্যাঙ্কিং ঘোষণা করেছে তাতে প্রত্যেকেই গর্ব করে বলতে পারবে যে, ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিতকরণে বাংলাদেশ বিশ্বের ৩৬তম স্থানে অবস্থান করছে। এতে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, চলমান ডব্লিউইএফ সভায় তারা ডিজিটাল বাংলাদেশ গঠনে গত ৮ বছরের সাফল্য তুলে ধরেছেন। তিনি আরও বলেন, সভায় বাংলাদেশের শক্তিশালী অংশগ্রহণ বিভিন্ন দেশের সরকার প্রধান, মন্ত্রী এবং আইসিটি খাতসহ ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রতিমন্ত্রী বলেন, ইন্টারনেট ইনভেন্টর স্যার টিম বার্নারস লি, গুগল কো-ফাউন্ডার সার্জেই ব্রিন এবং আলীবাবা গ্রুপের চেয়ারম্যান জ্যাক ম্যা’র সঙ্গে বৈঠকের পর তারা বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬.৫০ কোটি। ২০২১ সালের মধ্যে সরকার তা একশ’ শতাংশে বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে।
×