ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্ত্র মামলায় সালমান খান বেকসুর খালাস

প্রকাশিত: ০৮:২৪, ১৯ জানুয়ারি ২০১৭

অস্ত্র মামলায় সালমান খান বেকসুর খালাস

জনকণ্ঠ ডেস্ক ॥ বেআইনী অস্ত্র রাখার মামলায় রেহাই পেলেন বলিউড তারকা সালমান খান। উপযুক্ত প্রমাণের অভাবে বেআইনী অস্ত্র রাখার দায় থেকে বুধবার তাকে বেকসুর খালাস দেয় ভারতের জোধপুরের এক আদালত। খবর এনডিটিভি’র। আদালত জানায়, ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারের সময় সালমানের কাছে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র ছিল কি না, তার কোন প্রমাণ মেলেনি। রায় ঘোষণার সময় আদালতে ছিলেন সালমান। সাদা ধবধবে শার্ট পরা ৫১ বছরের বলিউড অভিনেতার পাশে ছিলেন তার বোন এ্যালভিরা। আদালতে ঢোকার পথে তাকে দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকার বাসিন্দারা। তবে আদালত কক্ষে ঢোকার কিছুক্ষণের মধ্যেই বেআইনী অস্ত্র রাখার মামলায় ‘বেনিফিট অব ডাউট’ পেয়ে যান বলিউড সুপারস্টার। ১৯৯৮ সালে রাজস্থানে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের সময় জোধপুরের জঙ্গলে শিকারে গিয়েছিলেন সালমান। অভিযোগ, লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র দিয়ে তিনি দুটি চিঙ্কারা ও দু’টি কৃষ্ণসার হরিণ হত্যা করেন। মামলা থেকে রেহাই পাওয়ার কয়েক মিনিটের মধ্যে টুইট করেন সালমান। ফ্যানদের সমর্থন ও শুভেচ্ছার জন্য তাদের ধন্যবাদ জানান তিনি।
×