ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আঠারোর আগে মেয়েদের বিয়ে নয়

প্রকাশিত: ০৮:১৫, ১৯ জানুয়ারি ২০১৭

আঠারোর আগে মেয়েদের বিয়ে নয়

স্টাফ রিপোর্টার ॥ ‘আঠারোর আগে মেয়েদের বিয়ে নয়, এ বিষয়ে কোন শর্ত নয়।’ সামাজিক প্রতিরোধ কমিটির ঢাকা সমাবেশ থেকে এই দাবি জানানো হয়েছে। বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে দেশের ৬৯ নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠন অংশগ্রহণ করে। সমাবেশে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৬’-এর খসড়া থেকে ১৯নং অনুচ্ছেদটি বাতিলের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। বক্তারা বলেন, এই অনুচ্ছেদটি রেখে আইনটি সংসদে পাস করা হলে তা শিশু অধিকার আইন ও আন্তর্র্জাতিক সনদের সঙ্গে সাংঘর্ষিক হবে।’ একইদিনে ১৯নং অনুচ্ছেদ বহাল রেখেই ‘বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৬’ শীর্ষক বিলটি সংসদে পাসের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। জাতীয় সংসদ ভবনে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিলের রিপোর্ট চূড়ান্ত করে এ সুপারিশ করা হয়। মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম সমাবেশে বলেন, ‘বর্তমান সরকার নারী উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তবে এই আইনে যে বিশেষ বিধান, তা নারীর প্রতি সহিংসতা আরও বাড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে। তাই সরকারের কাছে বাল্যবিবাহ নিরোধ আইনে বিশেষ বিধান বাতিলের দাবি জানাচ্ছি।’ ‘উইমেন ফর উইমেন’ সংগঠনের পক্ষে বক্তব্য প্রদান করেন জিনাত আরা হক। তিনি বলেন, ‘বিশেষ বিধানের আশ্রয় নিয়ে যদি আঠারোর আগে কন্যা সন্তানের বিয়ে দেয়ার রীতি মানা শুরু হয়, তবে পুরো জাতির জীবনে সঙ্কট নেমে আসবে। এই আইন বলবৎ রাখলে নারীর প্রতি সহিংসতা তথা শিক্ষা থেকে ঝরে পড়া, ধর্ষণ, মাতৃমৃত্যু বেড়ে যাবে। নারীর ক্ষমতায়ন যতটুকু বেড়েছে তাও নিম্নমুখী রূপ ধারণ করবে। তাই সরকারকে এ আইনের বিশেষ বিধান অতি শীঘ্রই বদলানোর আহ্বান জানাচ্ছি। বুধবার সংসদীয় কমিটি বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৬ বিলটি চূড়ান্ত করে। ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া সংসদ অধিবেশনেই আলোচিত বিলটি পাস হবে।
×