ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ক্রিকেট খেলা নিয়ে রাজধানীতে কিশোরকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৮:০০, ১৯ জানুয়ারি ২০১৭

ক্রিকেট খেলা নিয়ে রাজধানীতে কিশোরকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে এক কিশোরকে পিটিয়ে হত্যা, সড়ক দুর্ঘটনার দুই যুবকের মৃত্যু এবং বার্ষিক অর্জিত ছুটির বিপরীতে টাকার দাবিতে রাস্তা অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভের ঘটনা ঘটেছে। বুধবার বেলা আড়াইটার দিকে তেজকুনিপাড়ায় খেলাঘর মাঠে ক্রিকেট খেলার সূত্রধরে আব্দুল আজিজ (১৬) নামের এক কিশোরকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ পাঁচ কিশোরকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জানায়, স্থানীয় কিশোররা মিলে ওই মাঠে ক্রিকেট খেলছিল। এক পর্যায়ে এক পক্ষের সঙ্গে আরেক পক্ষের মারামারি হয়। এক পক্ষ আবদুল আজিজ নামের এক কিশোরকে বেধড়ক মারধর করে। আহত কিশোরকে দ্রুত ঢাকা মেডিক্যালে নেয়া হলে। বেলা তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আজিজের মৃত্যু হয়। আবদুল আজিজ নরসিংদীর রায়পুরার বাশির মিয়ার ছেলে। সে তেজকুনিপাড়ার রেলওয়ে কলোনিতে থেকে একটি ওয়ার্কশপে কাজ করত। এমন ঘটনায় পুলিশ ঢাকা মেডিক্যালের জরুরী বিভাগ পাঁচ কিশোর সাইমন, জসিম, মনির, জুয়েল ও রনিকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। দুই মোটরসাইকেল আরোহী নিহত ॥ মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে চাঁনখার পুলের নাজিমুদ্দিন রোডের শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের সামনে ট্রাকচাপায় সানী (২০) ও আকাশ (২৫) নামে দুই যুবক নিহত হয়। আহত রিপন (২০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কামুক্ত। হতাহতরা বংশালের বাংলাদেশ মাঠ সংলগ্ন সুইপার কলোনির বাসিন্দা। চকবাজার থানা পুলিশ জানায়, লাশ দুটি কলেজ মর্গে রাখা হয়েছে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। পাওনা দাবিতে গার্মেন্টস কর্মীদের বিক্ষোভ বুধবার দুপুর দেড়টার দিকে অর্জিত ছুটির দিনগুলোতে কাজের টাকার দাবিতে বিক্ষোভ করেছেন কয়েক শ’ শ্রমিক। ইউরো জোন ফ্যাশনস নামের ওই গার্মেন্টসের শ্রমিকরা ঢাকার কুড়িলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশ তাদের রাস্তা থেকে বুঝিয়ে শুনিয়ে সরিয়ে কারখানার মাঠে নিয়ে যায়।
×