ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সৌদির সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হবে বৈদ্যুতিক ট্রান্সফরমার ॥ চুক্তি সই

প্রকাশিত: ০৭:৪৫, ১৯ জানুয়ারি ২০১৭

সৌদির সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হবে বৈদ্যুতিক ট্রান্সফরমার ॥ চুক্তি সই

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৈদ্যুতিক ট্রান্সফরমার তৈরিতে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) সঙ্গে যৌথ বিনিয়োগের চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরবের প্রতিষ্ঠান আল ফানার এনার্জি। বিএসইসির সচিব মাসুদ আহমেদ এবং আল ফানার এনার্জির বিদ্যুত বিষয়ক গবেষণা ব্যবস্থাপক আকবর এম. আলম চুক্তিতে সই করেন। এই চুক্তির আওতায় অত্যাধুনিক বৈদ্যুতিক ট্রান্সফরমার ও কেবল তৈরি করা হবে। বুধবার দুপুরে শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রী আমির হোসেন আমুর উপস্থিতিতে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, বিএসইসির চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন চৌধুরী, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসী, আল ফানার এনার্জির আন্তর্জাতিক বিপণন বিভাগের মহাব্যবস্থাপক বাসাম নাঈজ, আন্তর্জাতিক বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক মুরহাফ আল হাইয়ানিসহ শিল্প মন্ত্রণালয় এবং আল ফানার এনার্জির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক উন্নয়ন অংশীদার। দেশটির প্রতিষ্ঠান আল ফানার এনার্জির সঙ্গে বিএসইসির চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সৌদি-বাংলাদেশ বিনিয়োগের নতুন ধারা সূচনা হলো। ঢাকা চেম্বারের নতুন পরিচালনা পর্ষদের সাক্ষাত ॥ ডিসিসিআইর একটি প্রতিনিধি দল বুধবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। ওই সময় শিল্পমন্ত্রী বলেন, পাটজাত পণ্য রফতানির ক্ষেত্রে আরোপিত এন্টি-ডাম্পিং ব্যবস্থা সম্পর্কে কলকাতা সফরে আলোচনা করা হবে। তৃতীয় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে অংশ নিতে তিনি আজ বৃহস্পতিবার কলকাতা যাচ্ছেন। সফরকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীসহ ভারত সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে তিনি এ বিষয়ে কথা বলবেন।
×