ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওআইসি বৈঠক আজ

প্রবাসীদের ভিসা সহজ করার আশ্বাস আমিরাতের

প্রকাশিত: ০৭:৪৫, ১৯ জানুয়ারি ২০১৭

প্রবাসীদের ভিসা সহজ করার আশ্বাস আমিরাতের

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশী ব্যবসায়ী, কর্মী ও পর্যটকদের ভিসা সহজ করার বিষয়ে আশ্বাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এছাড়া ’২০ সালে দুবাইয়ে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশকে সক্রিয় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে ইউএই। অপরদিকে রোহিঙ্গা সঙ্কট সমাধানে মালয়েশিয়ার কুয়ালালামপুরে (ওআইসি) মন্ত্রী পর্যায়ের জরুরী বৈঠক আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। বৈঠকে যোগ দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ইতোমধ্যেই আবুধাবি থেকে মালয়েশিয়ায় পৌঁছেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে, আবুধাবিতে মঙ্গলবার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ইউএই মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বৈঠক করেন। বৈঠককালে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর একটি শোকবার্তা হস্তান্তর করেন শাহরিয়ার আলম। এ মাসে কান্দাহারে এক সন্ত্রাসী হামলায় আমিরাতের পাঁচ কর্মকর্তা নিহত হন। এ ঘটনায় শোক জানিয়ে বার্তাটি পাঠান পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। বৈঠককালে শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান ও শাহরিয়ার আলম বিভিন্ন দ্বিপক্ষীয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে দু’দেশের মধ্যে বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে তারা একমত পোষণ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যবসায়ী, কর্মী ও পর্যটকসহ বাংলাদেশীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে আশ্বাস দেন। শাহরিয়ার আলম বুধবার আমিরাত থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার মালয়েশিয়ায় ওআইসির জরুরী বৈঠক হবে। বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানের জোরালো আহ্বান জানাবে বাংলাদেশ। কুয়ালালামপুরে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা পরিস্থিতিও তুলে ধরা হবে।
×