ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গসিপ

প্রকাশিত: ০৬:২৯, ১৯ জানুয়ারি ২০১৭

গসিপ

কঙ্গনা তুমি কার? কঙ্গনা তুমি কার? সাইফ না শাহিদের ! এমন প্রশ্ন সিনেমাপ্রেমী দর্শকদের কাছে ছুড়ে দিয়েছেন পরিচালক বিশাল ভরদ্বাজ। সম্প্রতি মুক্তি পেয়েছে রঙ্গুন চলচিত্রের ট্রেইলর। ট্রেইলরেই স্পষ্ট। সিনেমায় দ্বন্দ্ব ও যুদ্ধের উর্ধে¦ প্রেম! রোমাঞ্চকর ত্রিমুখি প্রেম। কঙ্গনা রানাউত, সাইফ আলি খান, শাহিদ কাপুর। যেমনি শত্রু পক্ষের সঙ্গে যুদ্ধ তেমনি নিজেদের মধ্যে। ট্র্ইেলরেই দর্শক কুপোকাত! এখন অপেক্ষা কার কোল জুড়ে যান কঙ্গনা! আগামী ২৪ ফ্রেরুয়ারী মুক্তি পাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্র। সাইফ-শাহিদের পরিনত অভিনয় সঙ্গে বলিউড কুইনের নবরূপের আর্বিভাব। সবমিলে এ চলচ্চিত্র নিয়ে তৈরি হয়েছে অন্য রকম উত্তেজনা। সহ অভিনেতা হিসেবে প্রত্যেকেই একে অপরের নতুন সঙ্গি। কঙ্গেনার নতুন লুক। সাইফ-শাহিদের সঙ্গে রগ রগে রসাল প্রেম। অপেক্ষা কেবল শেষ পরিনয়ের। কেবল গুজব নয়! ক্যাটরিনা কাইফ। বলিউড সিনেমায় যার অভিষেক প্রেমিক সালমান খানের হাত ধরে। ক্যাট-সাল্লুর প্রেম-বিয়ের খবর সে সময় বলিউডে টপ নিউজ ছিল।শেষমেস বিচ্ছেদ। হলো না পরিনয়। । প্রেম বা সঙ্গী বিহীন জীবন কারোই কাম্য নয়। বয়েসের সঙ্গে সঙ্গে মনে প্রেম আসবে এটাই স্বাভাবিক। কিন্তু সিনেমার নায়ক নায়িকাদের বেলায় বোধ হয় একটু অস্বাভাবিক। স্বল্প সময়ের জন্য হলেও প্রেমিক বা সঙ্গী বিহীন জীবন তাদের কাছে কাম্য নয়। ক্যাটরিনা কাইফ। যাকে বলা হয় প্রেমীক খোঁজার ক্ষেত্রে রিতীমত যাযাবর। আজ এর তো কাল ওর! সালমান, হিৃতিক রণবীর কাপুর হয়ে এবার আদিত্য রায় কাপুরের অফ স্ক্রীন সঙ্গী তিনি। ‘ফিতুর’ চলচ্চিত্রের সুবাদে দুজনের ঘনিষ্ঠতা তৈরি হলেও পরবর্তিতে, সময়ে সময়ে গড়িয়েছে বেশ। এখন গুনজনের উর্ধেব তাদের সম্পর্ক। ক্যাটের সাবেক প্রেমীক ও আদিত্যর ভাল বন্ধু রণবীরের নতুন বড়ীতে ওঠার অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেও উপস্থিত ছিলেন না আদিত্য। কারণ রহস্যের কিছুই না। ক্যাট কে নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। ডাকাত আটক! কিম কার্দাশিয়ান। আলোচিত সমালাচিত হলিউড সেলিব্রেটি। তিন মাস আগে ফ্রেন্সের রাজধানী প্যারিসে নিজ হোটেলে কক্ষে বন্দুক ধারি ডাকাতের কবলে পরেছিলেন। অস্ত্রের মুখে ডাকাত কেরেছিল তার মিলিয়ন ডলারের বেশি মূলের গয়না। কিম অভিযোগ করেছিলেন প্যারিস পুলিশের কাছে। দীর্ঘ সময় অপরাধীরা ছিলেন অসনাক্ত। অতপর ৯ জানুয়ারি ২০১৭ ভোর রাতে ষোল সন্দেহ ভাজনকে আটোক করে প্যারিস পুলিশ। আটক ষোল জনের মধ্যে কে কে সরাসরি ডাকাতির সঙ্গে জড়িত ছিল। কিংবা ডাকাতি হওয়া মূল্যবান গয়নার কোন খবর আপাতত পুলিশ তদন্তের স্বার্থে জানায়নি।
×