ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুমন্ত গুপ্ত

গ্র্যামির মনোনয়নে বিয়ন্সে

প্রকাশিত: ০৬:২৮, ১৯ জানুয়ারি ২০১৭

গ্র্যামির মনোনয়নে বিয়ন্সে

কান থেকে দুল ছিঁড়ে নিচে পড়ে গেল। গলগল করে রক্ত ঝরতে শুরু“করল। কিন্তু শিল্পী কনসার্ট থামালেন না! সঙ্গীতপ্রেমীরা সাক্ষী থাকলেন সেই শিল্পীর দায়দ্ধতার। বুনুনির সঙ্গে কানের দুল জড়িয়ে গিয়েই বাধে বিপত্তি। পাঠকরা নিশ্চয়ই ভাবছেন কে সেই শিল্পী। তিনি আর কেউ নন এই শতকের যুক্তরাষ্ট্রের সবচেয়ে সফল গায়িকা বিয়ন্সে নোয়েলস। বিয়ন্সের স্টেজ পারফর্মেন্স মানেই আলাদা কিছু। সব সময় নতুন কিছু দেয়ার প্রত্যয় নিয়েই স্টেজে আসেন তিনি। বিয়ন্সে নোয়েলস ১৯৮১ সালের ৪ সেপ্টেম্বর আমেরিকার টেক্সাসে জন্মগ্রহণ করেন। ২০০৩ সালে তার ড্যেবু এ্যালবাম ‘উধহমবৎড়ঁংষু রহ খড়াব’ প্রকাশিত হয়। এ্যালবামটি পৃথিবীজুড়ে ১১ মিলিয়ন কপি বিক্রি হয় এখন পর্যন্ত তার ৫টি সলো এ্যালবাম বের হয়েছে। ২০১২ সালে জনপ্রিয় সাময়িকী পিপল সঙ্গীত তারকা বিয়ন্সেকে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে মনোনীত করে। মিডিয়াতে বিয়ন্সের কোন ছবি এলে ভক্তরা নতুনভাবে আবিষ্কার করেন বিয়ন্সকে কারণ চেহারার এতটাই পরিবর্তন করেন যাতে মূল কাঠামোটাই বদলে যায় চিরচেনা রূপ থেকে। না, মাইকেল জ্যাকসনের মতো কসমেটিক সার্জারিতে নিজেকে শ্বেতাঙ্গ বানাননি তিনি। যে বিয়ন্সেকে ভক্তরা এক নামে হৃদয়ের আসনে বসিয়েছেন একগুচ্ছ ঢেউ খেলানো পিঠ ছড়ানো চুলের জন্য- সেই বিয়ন্সেই যদি কখনও হাজির হন পুরোদস্তুর বয়কাট চুলে। ইন্টারনেটে খোঁজখবর নিলে এখনই দেখে নিতে পারবেন সঙ্গীত সম্রাজ্ঞীর এই নতুন রূপ। এই গুণী মার্কিন পপ তারকা প্রথমবারের মতো হলিউডের ‘আস্টার ইজ বর্ন’ সিরিজের চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। চতুর্থবারের মতো নির্মিত হতে যাচ্ছে হলিউডের স্বর্ণ যুগের চলচ্চিত্র ‘আস্টার ইজ বর্ন’। আর এই চলচ্চিত্রটির মাধ্যমে পরিচালক হিসেবে হাতেখড়ি হবে অভিনেতা ব্র্যাডলি কুপারের। ‘আস্টার ইজ বর্ন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমেই জ্যানেট গেইনর, জুডি গারল্যান্ড এবং বারবারা স্ট্রেইস্যান্ডের মতো অভিনেত্রীদের কাতারে সামিল হতে যাচ্ছেন বিয়ন্সে। প্রথম ১৯৩৭ সালে মুক্তি পাওয়ার পর চলচ্চিত্রটি পুনর্নির্মিত হয় ১৯৫৪ সালে। ১৯৭৬ সালে আরও একবার চলচ্চিত্রটি নির্মাণ করা হয়। সাফল্যের উচ্চতায় পৌঁছে যাওয়া একজন তারকা ভালবাসা খুঁজে পান স্বল্প পরিচিত এক অভিনেত্রীর কাছে। তাকে সাফল্যের স্বাদ দিলেও নিজের খামখেয়ালিপনা এবং মদ্যপানের মাশুল দিতে হয় তাকে। প্রতিবারই ‘আস্টার ইজ বর্ন’- এর কাহিনী এগিয়েছে এই কাঠামো অনুসরণ করে। ব্র্যাডলি কুপারের পরিচালনায় ‘আস্টার ইজ বর্ন’ মুক্তি পাবে ২০১৭ সালের শেষ দিকে। পোলস্টারের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ১ জুন থেকে ২০১৪ সালের ১ জুন পর্যন্ত এক বছরে বিয়ন্সে মোট ৯৫টি শো করেছেন, যার প্রতিটিতে তার গড় আয় ছিল ২৪ লাখ ডলার। এই সময়ে বিয়ন্সে তার সবচেয়ে উদ্ভাবনীমূলক এ্যালবাম ‘বিয়ন্সে’ আইটিউনের মাধ্যমে বাজারে ছাড়েন। প্রায় কোন ধরনের প্রচারণা ছাড়াই এ্যালবামটি তুমুল জনপ্রিয়তা পায়। এই এ্যালবামের ‘ড্রাঙ্ক ইন লাভ’ গানটি বিক্রি হয়েছে ১০ লাখেরও বেশি। তবে বিয়ন্সে শুধু গান নিয়েই থেমে থাকেননি- তিনি নিজের ‘ছোটখাট’ ব্যবসায়িক সাম্রাজ্যও গড়ে তুলেছেন। গত এক বছরে তিনি ‘এইচ এ্যান্ড এম’ ও ‘পেপসি’র মতো প্রতিষ্ঠানের এ্যাম্বাসেডর হিসেবে কাজ করে আয় করেছেন লাখ লাখ ডলার। এছাড়া ‘হিট’, ‘রাইস’ ও ‘পালস’ নামে রয়েছে তার নিজস্ব সুগন্ধী ব্র্যান্ড। পাশাপাশি ‘হাউস অব ডেরেওন’ নামে তার একটি পোশাক কোম্পানিও রয়েছে। সব মিলিয়ে দেখা গেছে প্রতিবছর বিয়ন্সে আয় করেন ১১ কোটি ৫০ লাখ ডলার এর মত। এর আগে ৫২তম গ্র্যামির আসরে শীর্ষ ৬টি পুরস্কার জিতেছিলেন বিয়ন্সে নোয়েলস। বিয়ন্সে নোয়েলসই প্রথম গায়িকা, যে গ্র্যামির এক আসরে সর্বাধিক পুরস্কার জিতেছেন। পেয়েছিলেন সর্বাধিক মনোনয়ন। বিবিসি তাই স্বাভাবিকভাবেই বিয়ন্সে নোয়েলসকে অভিহিত করেছে ‘গ্র্যামির রানি’ হিসেবে। সম্প্রতি বিশ্বের একশ’জন প্রভাবশালী তারকার নামের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। প্রথমবারের মতো এ তালিকায় ঠাঁই পেয়েছে মার্কিন গায়িকা ও অভিনেত্রী বিয়ন্সে নোয়েলসের নাম। আর প্রথমবারেই বাজিমাত করেছেন তিনি। একশ’ ১৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করে ২০১৪ সালের তালিকায় শীর্ষস্থান দখল করেছিলেন ৩২ বছর বয়সী এ পপতারকা। তাছাড়া ২০১৭ সালে ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলেসে বসতে যাচ্ছে বিশ্ব সঙ্গীতের সবচেয়ে বড় আয়োজন গ্র্যামি এ্যাওয়ার্ডস। এবারের ৫৯তম গ্র্যামির পুরস্কারের জন্য মনোনয়ন ঘোষণা করা হয়েছে ৬ ডিসেম্বর। মনোয়নের পর্বে এবারের আসরে সর্বাধিক নয়টি বিভাগে মনোনীত হয়েছেন বিয়ন্সে। এর মধ্যে রয়েছে গ্র্যামির সামনের সারির তিন বিভাগ- এ্যালবাম, সং ও রেকর্ড অব দ্য ইয়ার। নিজের জনপ্রিয় গান ‘ফরমেশন’ ও ভিজ্যুয়াল এ্যালবাম ‘লেমোনেড’ মনোনয়নগুলো এনে দিয়েছে ৩৫ বছর বয়সী এই তারকাকে। এ্যালবামটিতে রয়েছে বর্ণ, নারী-জাগরণ ও ক্ষমতায়নবিষয়ক গান।
×