ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাড়ি নিয়ে যুক্তরাষ্ট্র জার্মানি টানাপোড়েন

প্রকাশিত: ০৬:২৬, ১৯ জানুয়ারি ২০১৭

গাড়ি নিয়ে যুক্তরাষ্ট্র জার্মানি টানাপোড়েন

যুক্তরাষ্ট্রের বাজারের জন্য মানসম্মত গাড়ি তৈরির পদক্ষেপ নিতে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি। দেশের বাইরে তৈরি জার্মান কোম্পানির গাড়ি যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রির ক্ষেত্রে ট্রাম্প অতিরিক্ত ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেয়ার পর এ আহ্বান জানায় বার্লিন। বিশ্বের অন্যতম বাণিজ্যিক অংশীদার দুই দেশের গাড়ির বাজারে শুল্ক আরোপের বিষয়টি নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। বিশ্বের তৃতীয় বৃহত্তম রফতানিকারক দেশ জার্মানির সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক বিশ্ব অর্থনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ। পরিসংখ্যান বলছে, গত পাঁচ বছরে মার্কিন বাজারে জার্মানির রফতানি বেড়েছে ২৩ শতাংশ। কিন্তু যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তনে জার্মান-মার্কিন বাণিজ্যিক সম্পর্কে বড় ধাক্কার আভাস পাওয়া যাচ্ছে। -অর্থনৈতিক রিপোর্টার নতুন বছরে ঘুরে দাঁড়াবে বিশ্ব অর্থনীতি সদ্য শেষ হওয়া ২০১৬ সালে বিশ্ব অর্থনীতি কিছুটা ম্লান থাকলেও চলতি ২০১৭ ও আগামী ২০১৮ সালে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি মনে করছে, ২০১৭ সালে উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক গতি বাড়বে। আর তাতেই নতুন গতি পাবে বিশ্ব অর্থনীতি। সম্প্রতি প্রকাশিত সংস্থাটির ‘আপডেট টু দ্য ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। এর আগে গত অক্টোবর মাসে সংস্থাটি পূর্বাভাস দিয়েছিল ২০১৭ সালে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশ হবে। সম্প্রতি প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনেও তা একই রাখা হয়েছে। আর ২০১৮ সালে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৬ শতাংশ বলে আভাস দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা বাড়ায় রাশিয়ার অর্থনৈতিক গতি বাড়বে মনে করছে আইএমএফ। তবে ভারতের প্রবৃদ্ধি পূর্বাভাস কমানো হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×