ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান

এসআইবিএলের পরিচালকের সম্মাননা লাভ

প্রকাশিত: ০৬:২৫, ১৯ জানুয়ারি ২০১৭

এসআইবিএলের পরিচালকের সম্মাননা লাভ

চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এসআইবিএল ফাউন্ডেশন হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালক ডাঃ লিলি আমিন বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট কর্তৃক বিশেষ সম্মাননা ক্রেস্ট লাভ করেছেন। -বিজ্ঞপ্তি নজরুল ইসলাম রাকাবের নয়া চেয়ারম্যান স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলাম রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। গত মঙ্গলবার সরকার তিন দিন বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন। বুধবার তিনি যোগদান করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন রাকাবের জনসংযোগ কর্মকর্তা মোঃ আবদুল্লাহ সালাহউদ্দিন গাজী। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, মুহাম্মদ নজরুল ইসলাম ১৯৭৭ ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। ২০০৮ সালের নবেম্বরে তিনি এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি কুষ্টিয়া ও চট্টগ্রামের জেলা প্রশাসক, কুমিল্লা বার্ড, যুব উন্নয়ন ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ছাড়াও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। নজরুল ইসলাম ১৯৫০ সালে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার চরনবীপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও ১৯৭১ সালে এমএ ডিগ্রী অর্জন করেন।
×