ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের পণ্যে মেধাস্বত্ব আইন লঙ্ঘন

৭০ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

প্রকাশিত: ০৬:২৪, ১৯ জানুয়ারি ২০১৭

৭০ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের পণ্যে মেধাস্বত্ব আইন (পেটেন্ট) লঙ্ঘন করায় বছরে ৭০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে সরকার। সম্প্রতি একটি প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানান ইন্টেলেকচুয়াল প্রপার্টি এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইপিএবি) মহাপরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। তিনি বলেন, আধুনিকায়ন প্রক্রিয়া সফলভাবে শেষ হলে রাজস্ব ফাঁকির এ হার অনেকাংশে কমে যাবে। আইপিএবি মহাপরিচালক বলেন, বাংলাদেশে মেধাস্বত্ব পদ্ধতি আধুনিকায়নে কাজ করছে আইপিএবি। মেধাস্বত্ব পদ্ধতি আধুনিকায়ন সম্ভব হলে সব পণ্য এবং পরিষেবা সঠিকভাবে চিহ্নিত করতে ভোক্তাদেরও সুবিধা হবে। এতে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণও বাড়বে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ আজিজুর রহমান। তিনি জানান, বাংলাদেশে মেধাস্বত্ব পদ্ধতি আধুনিকায়নের পাশাপাশি মেধাস্বত্ব অধিকার রক্ষার জন্য সচেষ্ট আইপিএবি। একই সঙ্গে নকল পণ্য এবং পাচারের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। আর এনবিআরের আইন মেনে রাজস্ব বাড়াতেও সচেষ্ট আইপিএবি। আইপিএবি মহাপরিচালক বলেন, এসব উদ্যোগের ফলে প্রকৃত দামে আসল পণ্য কিনতে পারবেন ভোক্তারা। একই সঙ্গে ভেজাল পণ্য উৎপাদন এবং এর প্রসারও অনেক কমে যাবে।
×