ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ব্র্যাক ব্যাংকের সর্বোচ্চ লেনদেন

প্রকাশিত: ০৬:২২, ১৯ জানুয়ারি ২০১৭

ব্লক মার্কেটে ব্র্যাক ব্যাংকের সর্বোচ্চ লেনদেন

ব্লক মার্কেটে বুধবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। এ ব্যাংক ১১ লাখ ৪০ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৭ কোটি ৪২ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ব্লক মার্কেটে বুধবার মোট ১০ কোম্পানি ও এক মিউচুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ৩৮ লাখ ৫৬ হাজার ৫৮৪টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২৫ কোটি ১৯ লাখ টাকা। ওরিয়ন ফার্মা ১১ লাখ ১৯ হাজার ১৯১টি শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৫ কোটি ৭৪ লাখ টাকা। ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ড ৭ লাখ ইউনিট লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৫৪ লাখ টাকা। ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিএটিবিসি, ডিবিএইচ, গ্রামীণফোন, ইসলামী ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, রেনেটা ও স্কয়ার ফার্মা। -অর্থনৈতিক রিপোর্টার শেয়ার বেচবেন মিথুন নিটিংয়ের পরিচালক পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিং এ্যান্ড ডায়িংয়ের উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানির পরিচালক মোঃ আতিকুল হক ২০ লাখ ৮ হাজার ৮৫১টি শেয়ার, মোঃ মাহবুব-উল হক ২০ লাখ ৮ হাজার ৮৫১টি শেয়ার এবং মোঃ রফিকুল হক ২০ লাখ ৯ হাজার ৭৪২টি শেয়ার বিক্রি করবেন। এই কর্পোরেট উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার বেচতে পারবেন। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানি ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৪০ দশমিক ৬৬ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১ দশমিক ৯৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৭ দশমিক ৩৬ শতাংশ শেয়ার রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×