ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উৎপাদন বাড়াবে কেয়া কসমেটিকস

প্রকাশিত: ০৬:২২, ১৯ জানুয়ারি ২০১৭

উৎপাদন বাড়াবে কেয়া কসমেটিকস

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে কেয়া কসমেটিকস লিমিটেডের পরিচালনা পর্ষদ। এর অংশ হিসেবে কেয়া নিট কম্পোজিট ও কেয়া স্পিনিংয়ের বর্তমান কারখানায় ব্র্যান্ড নিউ যন্ত্রপাতি স্থাপন করা হবে। এজন্য সাউথইস্ট ব্যাংকে ১৫৫ কোটি টাকার এলসি খুলেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, চলতি বছরের আগস্টের মধ্যেই নিট কম্পোজিট ও স্পিনিং ডিভিশনের সংস্কার ও আধুনিকায়নের কাজ সম্পন্ন হবে। সেপ্টেম্বর থেকে সেখানে উৎপাদন শুরুর পরিকল্পনা সফল হলে কোম্পানির উৎপাদন সক্ষমতা প্রায় দ্বিগুণে উন্নীত হবে। শেয়ারহোল্ডারসহ সংশ্লিষ্টদের কেয়া কসমেটিকস জানায়, জার্মানি, ইতালি, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, জাপান, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, হংকং ও সুইডেন থেকে প্রয়োজনীয় সব ব্র্যান্ড নিউ যন্ত্রপাতি আনা হবে। ৩০ জুন সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ১৮ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কেয়া কসমেটিকস। গেল হিসাব বছরে ওষুধ রসায়ন খাতের কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২৯ পয়সা, সে বছর বিতরণকৃত ২০ শতাংশ স্টক লভ্যাংশ সমন্বয় করলে যা দাঁড়ায় ২৪ পয়সা। ৩০ জুন কোম্পানির শেয়ার প্রতিনিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৫ টাকা ৭৭ পয়সা।
×