ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রিমিয়াম সিকিউরিটিজ মামলার তিন আসামিকে জেরা

প্রকাশিত: ০৬:২১, ১৯ জানুয়ারি ২০১৭

প্রিমিয়াম সিকিউরিটিজ মামলার তিন আসামিকে জেরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ১৯৯৬ সালে শেয়ার কারসাজিতে প্রিমিয়াম সিকিউরিটিজ মামলায় ৪ জন সাক্ষীর মধ্যে তিনজনকে জেরা করা হয়েছে। একইসঙ্গে আরেক সাক্ষীকে জেরা করার জন্য আগামী ১ মার্চ দিন ধার্য করা হয়েছে। বুধবার এই জেরা ও দিন ধার্য করা হয়েছে। ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ এ দিন ধার্য করেন। এদিন এ মামলার সাক্ষী ডিএসই’র মহাব্যবস্থাপক রুহুল খালেক, সিনিয়র এক্সিকিউটিভ দেলোয়ার হোসেন ও বিএসইসির সহকারী পরিচালক এনামুল হককে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেছেন। আর আগামী ১ মার্চ অপর সাক্ষী মনিরউদ্দিন আহমেদকে জেরা করা হবে। এর আগে ৯ জানুয়ারি জেরা করার লক্ষ্যে সাক্ষীদের হাজির হওয়ার জন্য ট্রাইব্যুনাল সমন জারি করে। বুধবার বিএসইসির প্যানেল আইনজীবী মাসুদ রানা খান, আসামি এম এ রউফ চৌধুরীর আইনজীবী শেখ বাহারুল ইসলাম ও আব্দুস সালাম খান, আসামি সাঈদ এইচ চৌধুরী এবং তার আইনজীবী আলহাজ মোঃ বোরহান উদ্দিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। বিএসইসির প্যানেল আইনজীবী মাসুদ রানা খান বলেন, বুধবার প্রিমিয়াম সিকিউরিটিজের মামলায় সাক্ষীদের জেরা করার জন্য পূর্ব নির্ধারিত ছিল। এদিন ডিএসইর মহাব্যবস্থাপক রুহুল খালেক, সিনিয়র এক্সিকিউটিভ দেলোয়ার হোসেন ও বিএসইসির সহকারী পরিচালক এনামুল হককে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেছেন। অপর সাক্ষী মনিরউদ্দিন আহমেদকে আগামী ১ মার্চ জেরা করা হবে। মামলাটি বিচারিক কার্যক্রম ৬ মাস স্থগিত থাকার পর সাক্ষীদের জেরা করার মাধ্যমে আবার চালু হয়েছে। এর আগে ৮ জানুয়ারি মামলাটি চালিয়ে নেয়ার জন্য আসামি এম এ রউফ চৌধুরীর পক্ষে তার আইনজীবী শেখ বাহারুল ইসলাম ও আব্দুস সালাম খান ট্রাইব্যুনালে আবেদন করেন। এতে আরেক আসামি সাঈদ এইচ চৌধুরী আইনজীবী আলহাজ মোঃ বোরহান উদ্দিন সমর্থন করেন। অপর দিকে আসামি মশিউর রহমান ও আনু জায়গীরদার স্থগিতাদেশের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছেন। এ সংশ্লিষ্ট উচ্চ-আদালতের বর্ধিত স্থগিতাদেশের কপি ৮ জানুয়ারি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। যা ২৯ নবেম্বর ২০১৬ থেকে ২ মে ২০১৭ পর্যন্ত কার্যকরি। এর আগে ১৭ এপ্রিল এই দুই আসামির মামলার বিচার কাজে ৬ মাসের স্থগিতাদেশ দেন উচ্চ আদালত। এ মামলার আসামিরা হলেন- এম এ রউফ চৌধুরী, সাঈদ এইচ চৌধুরী, প্রিমিয়াম সিকিউরিটিজের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান ও পরিচালক আনু জায়গীরদার।
×