ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা ব্রিটিশ কাউন্সিলে ২৬ ও ২৭ জানুয়ারি শিক্ষামেলা

প্রকাশিত: ০৬:২১, ১৯ জানুয়ারি ২০১৭

ঢাকা ব্রিটিশ কাউন্সিলে ২৬ ও ২৭ জানুয়ারি শিক্ষামেলা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় ব্রিটিশ কাউন্সিলে আগামী ২৬ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ১৯তম বার্ষিক এডুকেশন ইউকে এক্সিবিশন। সফল ক্যারিয়ার গঠনে ও বিশ্ববাজারে নিজের অবস্থানকে শক্ত করার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক সুবিধা পেতে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল কার্যালয়ে এ শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশে যুক্তরাজ্যে শিক্ষা বিষয়ক সর্ববৃহৎ এ শিক্ষামেলায় বিশ্বখ্যাত ২১টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এ শিক্ষামেলায় শিক্ষার্থীদের নিজেদের শিক্ষা বিষয়ক তথ্যাদির কাগজপত্র সঙ্গে নিয়ে আসার পরামর্শ দেয়া হয়েছে। দর্শনার্থীদের শিক্ষামেলায় আসার আগে নরঃ.ষু/ভধরৎউঐশ১৭- এ ওয়েবসাইট থেকে নিবন্ধন করে নিতে হবে। মেলা ২৬ তারিখ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং ২৭ তারিখ সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এ শিক্ষামেলায় দর্শনার্থীদের যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণে স্নাতক ও স্নাতকোত্তরের ক্ষেত্রে নানা কোর্স, বৃত্তির সুযোগ এবং পেশাগত উন্নয়ন সম্পর্কে জানার সুযোগ থাকবে। পাশাপাশি, যুক্তরাজ্যে ভিসা আবেদনের প্রক্রিয়া, ইংরেজী শেখা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের নানা কোর্স এবং যুক্তরাজ্যের ডিগ্রীর আন্তর্জাতিক স্বীকৃতি সম্পর্কেও জানতে পারবেন আগ্রহীরা। এ নিয়ে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এডুকেশন ইউকে’র প্রধান এম জহির উদ্দিন বলেন, ‘ব্রিটিশ কাউন্সিল শিক্ষার্থী ও তাদের বাবা-মায়েদের যুক্তরাজ্যে শিক্ষা গ্রহণের সুযোগ সম্পর্কে জানতে সহায়তা করবে। আমাদের এ বার্ষিক এডুকেশন ইউকে এক্সিবিশনে যুক্তরাজ্যে নানা বিষয়ে পড়ার সুযোগ সম্পর্কে তথ্য জানা যাবে। শিক্ষামেলায় আগত শিক্ষার্থী ও দর্শনার্থী উভয়ই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী এবং বৃত্তির সুযোগ সম্পর্কে জানতে পারবেন। যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক সবাইকে আমরা এ মেলায় আসতে আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকার বাইরে চট্টগ্রামে পেনিনসুলা হোটেলে এ মাসের ২৯ তারিখ এবং সিলেটের রোজভিউ হোটেলে আগামী ফেব্রুয়ারি মাসের ১ তারিখ শিক্ষামেলাটি অনুষ্ঠিত হবে। শিশুর জীবন বাঁচাতে ভাঁড়েরা মানুষের মুখে হাসি ফোটায়। তবে এবার মালয়েশীয় ভাঁড়েরা মাঠে নেমেছে ক্যান্সার আক্রান্ত শিশুদের জীবন বাঁচাতে। তারা বুধবার দেশটির রাজধানী কুয়ালালামপুরে ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহে লাইট র‌্যাপিড ট্রানজিট (এলআরটি) ট্রেনে যাত্রীদের কাছে অর্থ চায়। সাড়াও মেলে বেশ। -এএফপি মানবেতর জীবন অভিবাসন প্রত্যাশীরা মঙ্গলবার সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের প্রধান রেলস্টেশনের কাছে পরিত্যক্ত গুদাম ঘরে গাদাগাদি করে ঘুমায়। সেখানে তাপমাত্রা জিরো ডিগ্রী সেলসিয়াসের নিচে নেমে যায়। সর্বশেষ হিসাব মতে, অন্তত সাত হাজার অভিবাসন প্রত্যাশী সার্বিয়ায় আটকা পড়েছে। -এএফপি
×