ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাফুর সেরা নেইমার

কোচ নয় নেপোলির দূত হচ্ছেন ম্যারাডোনা

প্রকাশিত: ০৬:১৮, ১৯ জানুয়ারি ২০১৭

কোচ নয় নেপোলির দূত হচ্ছেন ম্যারাডোনা

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১২ সালে দুবাইয়ের ক্লাব আল-ওয়াসল থেকে বরখাস্ত হওয়ার পর আর কোচ পদে ফেরেননি দিয়াগো ম্যারাডোনা। মাঝে মধ্যে গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত বাস্তবে রূপ পায়নি। সম্প্রতি আবারও গুঞ্জন রটে, কোচ পদে ফিরছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। এক্ষেত্রে শোনা যাচ্ছিল, সাবেক ক্লাব নেপোলির কোচ হতে পারেন ম্যারাডোনা। কিন্তু সেটাও আর হচ্ছে না। তবে কোচ না হলেও নেপোলির দূত হচ্ছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর। কর সংক্রান্ত ঝামেলা মিটে গেলেই সাবেক ক্লাবের হয়ে কাজ শুরু করবেন ৫৬ বছর বয়সী এই মহাতারকা। ম্যারাডোনা তার ক্যারিয়ারের সাত বছর খেলেছেন নেপোলিতে। অখ্যাত এক ক্লাব বিখ্যাত বানান তিনি তার পায়ের জাদু দিয়ে। সেই সময় নেপোলিকে উপহার দেন দু’টি সিরি ’এ, একটি ইতালিয়ান কাপ ও উয়েফা সুপার কাপ। সেই নেপোলিতেই আবার ফিরছেন ম্যারাডোনা। এ বিষয়ে নেপোলির সভাপতি আউলেরিও দ্য লাওরেন্টিসের সঙ্গে ম্যারাডোনার বৈঠকও হয়েছে। নেপোলি সভাপতি জানান, দায়িত্ব নেয়ার খুবই কাছাকাছি আছেন ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। লাওরেন্টিস বলেন, আমরা রোমে এটা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছি। যত দ্রুত মারাডোনা তার কর সংক্রান্ত বিষয়গুলো (ইতালির কর কর্তৃপক্ষের পাওনা) মেটাবেন, তখনই তিনি নেপোলির দূত হবেন। গত সোমবার নেপোলি প্রথম সিরি ’এ ট্রফি জয়ের ৩০তম বার্ষিকী উদযাপন করে। এ উপলক্ষে নেপলস অপেরা হাউসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অতিথি ছিলেন ম্যারাডোনাও। সান কার্লো থিয়েটারে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি কখনও আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। আমি বিশ্বের অন্যতম বড় ক্লাব বার্সিলোনায় ছিলাম। গাসপার্ট (বার্সিলোনার তখনকার সহ-সভাপতি) আমাকে যেতে নিষেধ করেছিলেন। বেতন দ্বিগুণ করে আমাকে আরও পাঁচ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আমি না বলেছিলাম। কারণ সভাপতি নুনেসের সঙ্গে আমার ঝগড়া হয়েছিল। আমি তাকে বলেছিলাম, নেপোলি আমার জন্য অপেক্ষা করছে। আমি টাকার চেয়ে ফুটবলের পেছনে দৌড়াতে পছন্দ করি। আশির দশকে সাদামাটা ক্লাব নেপোলি ম্যারাডোনার জাদুতে হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য। ১৯৮৪ থেকে ১৯৯১ সাল -এই সাত বছরে দুইবার নেপোলিকে ইতালির চ্যাম্পিয়ন বানিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। যার প্রথমটি ১৯৮৭ সালে, পরেরটি ১৯৯০ সালে। এরপর আর কখনও লীগ জিততে পারেনি নেপোলি। এ কারণেই প্রথম জয়ের উৎসবে দলটির মধ্যমণি ছিলেন ম্যারাডোনাই। সেখানে স্মৃতিচারণ করে সর্বকালের সেরা ফুটবলার বলেন, কেমন লাগছে বলে বোঝাতে পারব না। এখানে এমন অনেকে আছে, যারা আমাকে কখনও খেলতে দেখেনি।
×