ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিরিজ হেরেই গেল বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত: ০৬:১৭, ১৯ জানুয়ারি ২০১৭

সিরিজ হেরেই গেল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন উইমেন্স ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হেরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার চতুর্থ ওয়ানডেতে ৯৪ রানে হেরে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ হার হয়েছে। ৩-১ ব্যবধানে সিরিজ হার নিশ্চিত হয়েছে। শুক্রবার পঞ্চম ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই। ম্যাচে টস জিতে প্রোটিয়ারা আগে ব্যাট করে ৭ উইকেটে ৫০ ওভারে ২৫১ রান করে সফরকারীরা। মিগনন ডু প্রিজ সর্বোচ্চ ৭৯ রান করেন। স্পিনার খাদিজাতুল কুবরা আবারও বোলিং ঝলক দেখান। ৩ উইকেট তুলে নেন। জবাবে ফারজানা হকের ৬৭ রানের পরও ৫০ ওভারে ১৫৭ রান করতেই অলআউট হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাকি ব্যাটারদের মধ্যে সালমা খাতুন ৩০ রান করতে সক্ষম হন। ওপেনার শারমিন আকতার ১৪, শায়লা শারমিন ১৫ রান করেন। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই সাজঘরে ফেরেন অধিনায়ক রুমানা আহমেদ। প্রোটিয়া বোলারদের মধ্যে আয়াবোঙ্গা খাকা তিনটি, মোসেলিন ড্যানিয়েলস ও মার্সিয়া লেতসোয়ালো দু’টি করে উইকেট দখল করেন। বাকি উইকেটটি নেন ম্যারিজেন ক্যাপ। প্রোটিয়াদের দুই ওপেনার ৩৮ রানের পার্টনারশিপে ভাল সূচনা এনে দেন লিজেলে লি (২৮) ও আন্দ্রে স্টেইন (১৪)। ৭৪ রানের তৃতীয় উইকেট জুটিতে চ্যালেঞ্জিং স্কোরের ভিত গড়ে দেন মিগনন ডু প্রিজ ও ক্লোয়ে ট্রায়ন। ৭৯ রানের ইনিংস উপহার দেন প্রিজ। তিন রানের জন্য অর্ধশতক বঞ্চিত হন ট্রায়ন। এছাড়া মারিজান ক্যাপ ২০, সুনে লুস ১৬, সিনোলা জাফটা ১২ রান (রানআউট) করে আউট হন। নাইকার্ক ২৬ রানে অপরাজিত থাকেন। কুবরার সঙ্গে লেগস্পিনার রুমানা আহমেদ দু’টি ও একটি উইকেট নেন পেসার জাহানারা আলম। বাংলাদেশের ইনিংসে পঞ্চম উইকেটে সালমা ও ফারজানা মিলে ৭১ রানের জুটি গড়েন। আরেকটি বড় জুটির দরকার ছিল। কিন্তু তা হয়নি। আর হয়নি বলেই হার হয়েছে বাংলাদেশের। তাতে সিরিজ হারও নিশ্চিত হয়েছে। প্রথম ওয়ানডেতে ৮৬ রান, দ্বিতীয় ওয়ানডেতে ১৭ রানে হারের পর তৃতীয় ওয়ানডেতে গিয়ে ১০ রানে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। ২-১ ব্যবধান করেছিল। বুধবার চতুর্থ ওয়ানডেতে যদি জয় মিলত, তাহলে সিরিজে সমতা আসত। তখন পঞ্চম ওয়ানডেটি সিরিজ নির্ধারণী ম্যাচ হত। কিন্তু চতুর্থ ওয়ানডেতে দাঁড়াতেই পারলেন না বাংলাদেশ ব্যাটাররা। এবার দুই দলের মধ্যকার তৃতীয়বারের মতো ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হচ্ছে। দুইবারই সিরিজে হেরেছিল বাংলাদেশ। এবারও হারল। এ সিরিজটি দুই দলের জন্যই ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি নেয়ার সিরিজ ছিল। বিশ্বকাপ বাছাইপর্বে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। এবার তাই দুই দলের শক্তিমত্তাও বোঝার সিরিজ ছিল। তাতে বাজিমাত করতে পারল না বাংলাদেশ নারী ক্রিকেটাররা। ব্যাটিংয়ে দুর্বলতা ধরা পড়ল। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা ইনিংস ২৫১/৭; ৫০ ওভার (প্রিজ ৭৯, ট্রায়ন ৪৭; কুবরা ৩/৪৮)। বাংলাদেশ ইনিংস ১৫৭/১০; ৫০ ওভার (ফারজানা ৬৭, সালমা ৩০; খাকা ৩/৩৪)। ফল ॥ বাংলাদেশ ৯৪ রানে পরাজিত। ম্যাচসেরা ॥ মিগনন ডি প্রিজ (দক্ষিণ আফ্রিকা)।
×