ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মারে-ফেদেরারের জয়

প্রকাশিত: ০৬:১৭, ১৯ জানুয়ারি ২০১৭

মারে-ফেদেরারের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমবারের মতো বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে কোন গ্র্যান্ডসøামে খেলতে নামেন এ্যান্ডি মারে। শুরুটা দুর্দান্তভাবেই করেছেন তিনি। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেও জয়ের স্বাদ পেয়েছেন মারে। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা এদিন ৬-৩, ৬-০ এবং ৬-২ সেটে হারান আন্দ্রে রুবেলভকে। তৃতীয় পর্বে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা এ্যান্ডি মারে মুখোমুখি হবেন আমেরিকার সাম কুরির। মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন রজার ফেদেরারও। বুধবার সুইজারল্যান্ডের এই টেনিস তারকা ৭-৫, ৬-৩ এবং ৭-৬ (৭/৩) সেটে হারান মার্কিন যুক্তরাষ্ট্রের নোহ রুবিনকে। চলতি বছরে বাছাই খেলোয়াড়দের বিপক্ষে ফেড এক্সপ্রেসের এটা দ্বিতীয় জয়। এর আগে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ জার্গেন মেলজারকে হারিয়েছিলেন তিনি। রজার ফেদেরার ছাড়াও এদিন দারুণ জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় পর্বের টিকেট নিশ্চিত করেছেন তারই স্বদেশী স্টানিসøাস ওয়ারিঙ্কা, জাপানের কেই নিশিকোরি, ফ্রান্সের জো উইলফ্রেইড সোঙ্গা এবং চেকপ্রজাতন্ত্রের টমাস বার্দিচ। সুদীর্ঘ ক্যারিয়ারে ১৭টি গ্র্যান্ডসøাম জিতেছেন রজার ফেদেরার। কিন্তু গত কয়েক বছর ধরেই টেনিস কোর্টে নিষ্প্রভ তিনি। সর্বশেষ ২০১২ সালে জেতা উইম্বলডনই তার শেষ মেজর শিরোপা। এরপর আর টেনিস কোর্টে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ফেড এক্সপ্রেস। গত বছরও ফর্মহীনতায় ভুগেছেন তিনি। শেষ সময়ে চোটের কারণে বেশিরভাগ সময়ই কোর্টের বাইরে ছিটকে পড়েন। যে কারণে রিও অলিম্পিকেও অংশ নিতে পারেননি তিনি। শুধু তাই নয়, গত ১৪ বছরের মধ্যে প্রথমবারের মতো বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশ থেকেও ছিটকে যান ফেদেরার। ২০০১ সালের পর এবারই প্রথম ডব্লিউটিএ ফাইনালসে খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি ফেড এক্সপ্রেস। মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে ১৭তম বাছাই হিসেবে খেলতে নামেন তিনি। তবে তার আসল পরীক্ষাটা হয়ে যাবে তৃতীয় রাউন্ডেই। কেননা পরের ম্যাচেই যে তার প্রতিপক্ষ চেকপ্রজাতন্ত্রের টমাস বার্দিচ। টুর্নামেন্টের দশম বাছাই বার্দিচের বিপক্ষে ম্যাচটি হবে ফেদেরারের ক্যারিয়ারের ২৩তম মুখোমুখি লড়াই। তবে টুর্নামেন্টের শুরুর দিকেই বড় প্রতিপক্ষ সামনে পাওয়ায় ফেদেরার নিঃসন্দেহেই কিছুটা চিন্তিত। তবে ফেদেরার তো জাত চ্যাম্পিয়ন। নিজের সেরাটা ঢেলে দিতে পারলে তৃতীয় রাউন্ডের বাধাও পেরিয়ে যাবেন খুব সহজে। এদিকে এ্যান্ডি মারে, রজার ফেদেরার ছাড়াও পরের রাউন্ডে জায়গা করে নিয়েছেন জাপানের কেই নিশিকোরি। টুর্নামেন্টের পঞ্চম বাছাই নিশিকোরি দ্বিতীয় পর্বে ৬-৩, ৬-৪ এবং ৬-৩ সেটে হারিয়েছেন ফ্রান্সের জেরেমি জার্দিকে। জো উইলফ্রেইড সোঙ্গা ৬-২, ৬-২ ও ৬-৩ সেটে হারিয়েছেন সার্বিয়ার ডুসান লাজোভিচকে। সুইজারল্যান্ডের স্টানিসøাস ওয়ারিঙ্কা ৬-৩, ৬-৪ এবং ৬-৪ সেটে জয় পেয়েছেন আমেরিকার স্টিভ জনসনের বিপক্ষে।
×