ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিয়াল সোসিয়েডাড পরীক্ষায় বার্সিলোনা

প্রকাশিত: ০৬:১৬, ১৯ জানুয়ারি ২০১৭

রিয়াল সোসিয়েডাড পরীক্ষায় বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ কোপা ডেল’ রে ফুটবলের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে বার্সিলোনা। আজ রাতে প্রথম লেগের ম্যাচে কাতালানদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েডাড। সোসিয়েডাডের মাঠ সান সেবাস্টিয়ানে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর শেষ আটের দ্বিতীয় লেগের ম্যাচ হবে বার্সার মাঠ ন্যুক্যাম্পে। ম্যাচটি হবে ২৬ জানুয়ারি। শেষ ষোলোর লড়াইয়ে বেশ ঘাম ঝরাতে হয় বার্সাকে। প্রথম লেগে তো এ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে যায় ২-১ গোলে। যে কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার উপক্রম হয়। কিন্তু দ্বিতীয় লেগে ঘরের মাঠে ৩-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালের টিকেট পেয়েছে কাতালানরা। এবার সেমিফাইনাল নিশ্চিত করার মিশনে লুইস এনরিকের দলের প্রতিপক্ষ সোসিয়েডাড। আগের রাউন্ডগুলোতে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলেও এবার আর সে পথে হাঁটছেন না বার্সা বস এনরিকে। সোসিয়েডাডের মাঠে পূর্ণশক্তির দল খেলানোর ঘোষণা দিয়েছেন তিনি। ম্যাচটি সামনে রেখে এনরিকে বলেন, এখন সব প্রতিপক্ষই কঠিন। আগের রাউন্ডগুলোতে উঠতি ফুটবলারদের সুযোগ দিয়েছি। এখন আমরা যথাসম্ভব সেরা দলটাই খেলাব। সোসিয়েডাড বেশ গোছালো দল। ঘরের মাঠে তারাও জিততে চাইবে। অতএব আমাদের সেরাটাই খেলতে হবে, এর বিকল্প নেই। এদিকে সময় যত যাচ্ছে ততই বার্সার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়ে আসছে। কিন্তু এখন পর্যন্ত চুক্তি নবায়ন হয়নি। আগামী বছরই কাতালানদের সঙ্গে চুক্তি শেষ হবে আর্জেন্টাইন অধিনায়কের। যে কারণে মেসিকে পেতে অনেক নামিদামি ক্লাবই মুখিয়ে আছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচিত নাম ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। কিন্তু মেসি আরেকবার জানিয়ে দিয়েছেন, কোথাও যাওয়ার ইচ্ছা নেই তার। শুধু সিটিই নয় আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও মেসির দিকে দৃষ্টি রেখেছে। চীনের ফুটবলের অর্থের ঝনঝনানিও আছে। এসব কারণে গুঞ্জন আছে, মৌসুম শেষে মেসিকে বিক্রি করে দিতে পারে বার্সিলোনা। মেসি কি চিন্তা করছেন? ইংল্যান্ডে যাবেন? সিটি কোচ পেপ গার্ডিওলার প্রতি মেসির তো অন্যরকম শ্রদ্ধাবোধ আছে। সাবেক গুরু সান্নিধ্যে আবার নিতে চান? কিন্তু এসব বোধহয় হচ্ছে না। মেসি নিজেই এক সাক্ষাতকারে বলেছেন, আমি সবসময়ই বলেছি যে বার্সিলোনা আমায় সবকিছু দিয়েছে। আমি এখানে ততদিনই থাকব যতদিন তারা চায়। ক্যারিয়ার বার্সাতেই শেষ করতে চান, এমন কথা অনেকবারই বলেছেন মেসি। বার্সাও বেশ ক’বার বলেছে, মেসি যতদিন ইচ্ছা খেলতে পারবেন। নিজে থেকে অন্য কোথায় না গেলে মেসিকে ছাড়বে না তারা। কিন্তু নতুন চুক্তিটা না হওয়াতেই এত কথা উঠছে। গত সপ্তাহেও বার্সা সভাপতি জোসেফ মারিয়া বার্টোমেউ বলেছেন, মেসির চুক্তি নিয়ে মোটেই উদ্বিগ্ন নন তারা। বার্সার আরও অনেক কর্তাব্যক্তিই বলে আসছেন, মেসির সঙ্গে নতুন চুক্তি শীঘ্রই হবে। তবে স্পেনের সংবাদ মাধ্যমের খবর, ২৯ বছর বয়সী মেসি বিষয়টি নিয়ে হতাশ হয়ে পড়েছেন। আরেক খবরে জানা গেছে, সাবেক ক্লাব বার্সিলোনায় ফিরছেন ব্রাজিলিয়ান তারকা রিভাল্ডো। তবে মাঠে মেসি-সুয়ারেজ-নেইমারদের সতীর্থ হবেন না সাবেক এই তারকা এ্যাটাকিং মিডফিল্ডার। কাজ করবেন না কোচ লুইস এনরিকের সহকারী হিসেবেও। এমনকি বার্সিলোনার একাডেমি ‘লা মাসিয়া’য় নতুন তারকা তৈরির কাজও করবেন না ২০০২ সালে বিশ্বকাপ জয়ী সুপারস্টার। রিভাল্ডোর নতুন মিশন পুরনো তারকা হিসেবে বার্সিলোনাকে সারা দুনিয়ার সামনে তুলে ধরা।
×