ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অতীতের দিকে তাকানোর সময় নেই, শীর্ষ বিশে ফেরাই কানাডিয়ান তারকার লক্ষ্য

অস্ট্রেলিয়ান ওপেনে জিতেই বাউচার্ডের হুঙ্কার

প্রকাশিত: ০৬:১৬, ১৯ জানুয়ারি ২০১৭

অস্ট্রেলিয়ান ওপেনে জিতেই বাউচার্ডের হুঙ্কার

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ান ওপেনে দুর্দান্ত শুরু করেছেন ইউজেনি বাউচার্ড। টানা দুই ম্যাচে জয় তুলে নিয়েছেন তিনি। বুধবার মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের ম্যাচে কানাডিয়ান এই টেনিস তারকা ৭-৬ (৭/৫) এবং ৬-২ সেটে হারান চীনের পেং শুয়াইকে। তৃতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করে দারুণ রোমাঞ্চিত ইউজেনি বাউচার্ড। ম্যাচ শেষেই তিনি জানিয়ে দেন পেছনে ফিরে তাকানোর সময় নেই তার। সামনের দিকেই এগিয়ে যেতে চান তিনি। ২০১৪ সালে প্রথমবার টেনিস বিশ্বের আলোচনায় আসেন ইউজেনি বাউচার্ড। কানাডার প্রথম খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে জায়গা করে নেন তিনি। সেইসঙ্গে অস্ট্রেলিয়ান ওপেন এবং ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালেও জায়গা করে নিয়েছিলেন ২২ বছরের এই টেনিস তারকা। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেননি তিনি। গত দু’টি বছর টেনিস কোর্টে একেবারেই বাজে সময় পার করে এসেছেন বাউচার্ড। তবে নতুন মৌসুমে নতুন উদ্যমে শুরু করেন কানাডিয়ান তারকা। বিশেষ করে বছরের প্রথম ডব্লিউটিএ টুর্নামেন্ট সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট থেকেই অনুপ্রেরণা পেয়েছেন তিনি। তাই বাউচার্ড জানিয়েছেন পেছনে ফেরার সময় নাই তার। এ বিষয়ে উইম্বলডনের সাবেক ফাইনালিস্ট বলেন, ‘আমি এখন আর অতীতের দিকে ফিরে তাকাতে চাই না। প্রকৃতপক্ষে সেদিকে তাকানোর কোন সুযোগই নেই। আমার জন্য এখন শুধু সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়। ক্যারিয়ারের উত্থান-পত্তন থেকে অনেক কিছুই শিখেছি আমি। কখনও কখনও এমন সময় যায়। এই সময়ের মধ্যেই শিখেছি যে কিভাবে চাপ নিয়ন্ত্রণ করতে হয়। আমি মনে করি এখন খুব ভাল খেলছি। আশাকরি সামনের সময়টাতেও ভাল খেলতে পারব।’ দুই বছর আগে অসাধারণ পারফর্ম করে টেনিস বিশ্বের শীর্ষ পাঁচেও জায়গা করে নিয়েছিলেন বাউচার্ড। কিন্তু কোর্টে নিষ্প্রভ থাকার সেই প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়েও। বর্তমানে শীর্ষ চল্লিশেও নেই তার অবস্থান। তবে ৪৭ নাম্বারে থাকা কানাডিয়ান তারকার প্রথম লক্ষ্য শীর্ষ বিশে ফেরা। এ বিষয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমার প্রথম লক্ষ্য হলো বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বিশে ফেরা। তবে তা কখন সেটা জানি না। কিন্তু অবশ্যই ফিরতে চাই।’ অস্ট্রেলিয়ান ওপেনের পরের রাউন্ডে বাউচার্ডের প্রতিপক্ষ কে তা এখনও নির্ধারিত হয়নি। তবে ফ্রান্সের পাওলিন পার্মেন্টিয়ের এবং আমেরিকার কোকো ভেন্ডেওয়েগের ম্যাচে বিজয়ী খেলোয়াড়ের বিপক্ষেই মুখোমুখি হবেন বাউচার্ড।
×